![ICT NEWS (আইসিটি নিউজ) | Online Newspaper of Bangladesh |](https://www.dailyictnews.com/cloud/archives/fileman/ICT-NEWS-LOGO-2024-55px.png)
বৃহস্পতিবার ● ২৬ জুলাই ২০১২
প্রথম পাতা » নতুন পণ্য » লজিটেক v470 মডেলের ব্লু-টুথ মাউস
লজিটেক v470 মডেলের ব্লু-টুথ মাউস
নেটিজেনদের লাইফস্টাইলের সাথে মানানসই লজিটেক v470 মডেলের ব্লু-টুথ মাউসটিতে রয়েছে লেজার ট্রাকিং সুবিধা। এটি সাবলীল গতিতে চতুর্দিকে ইচ্ছে মতো ভিজিট করা যায়। যে কোনো ডকুমেন্ট ইচ্ছে মতো জুম করা যায় । সাদা, কালো এবং নীলাভ রঙের মাউসটির সাথে রয়েছে একটি আকর্ষণীয় পাওস। দুই হাজার ৫০০ টাকা মূল্যের লজিটেক ব্রান্ডের এই মাউসটিতে যথারীতি তিন বছরের রিপলেসমেন্ট ওয়ারেন্টি দিয়েছে বাংলাদেশে পণ্যটির একমাত্র পরিবেশক কম্পিউটার সোর্স।