সোমবার ● ১১ নভেম্বর ২০২৪
প্রথম পাতা » আইসিটি সংবাদ » ডিজিটাল লাইফস্টাইল প্যাক ‘রাইজ’ চালু করল বাংলালিংক
ডিজিটাল লাইফস্টাইল প্যাক ‘রাইজ’ চালু করল বাংলালিংক
দেশের তরুণদের ক্ষমতায়নের লক্ষ্যে একটি উদ্ভাবনী ডিজিটাল লাইফস্টাইল প্যাক ‘রাইজ’ চালু করেছে ডিজিটাল অপারেটর বাংলালিংক।
তরুণদের দক্ষতা বৃদ্ধির ক্ষেত্রে সরকারের লক্ষ্যের সাথে সামঞ্জস্য রেখে ‘রাইজ’ প্যাকটি চালু করা হয়েছে। এর এআই-সমর্থিত বিভিন্ন টুলস, ফিচার ও প্রয়োজনীয় রিসোর্সের মাধ্যমে তরুণরা নিজেদের বিকাশ ঘটাতে পারবেন।
‘রাইজ’ প্যাকে রয়েছে বিশেষ ‘সীমাহীন ইন্টারনেট’ ফিচার। এ ফিচারের ফলে ব্যবহারকারীরা অব্যাহতভাবে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। অর্থাৎ, এ প্রিপেইড প্যাকেজে মেয়াদ থাকার সময় ব্যবহারকারীদের ইন্টারনেট ভলিউম শেষ হয়ে গেলেও ইন্টারনেট বন্ধ হবে না।
এ উপলক্ষে রাজধানীর তেজগাঁও-গুলশান লিংক রোডের আলোকি’তে এক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ‘রাইজ’ অ্যাপটির উদ্ভাবনী সকল ফিচার এবং এআই-সমর্থিত টুলস ও এর সম্ভাবনা সবার সামনে তুলে ধরা হয়।
ব্যবহারকারীরা যেকোনো নেটওয়ার্কে ‘রাইজ’ অ্যাপটি ব্যবহার করতে পারবেন। অ্যাপটির সুবিধার মধ্যে রয়েছে অফুরন্ত স্ট্রিমিং সেবা, ডিজিটাল কন্টেন্ট ও গেমিফিকেশন ফিচার।
এ নিয়ে ভিওনের গ্রুপ চিফ এক্সিকিউটিভ অফিসার কান তেরজিওগ্লো বলেন, ভিওন প্রযুক্তির মাধ্যমে মানুষের ক্ষমতায়নে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের গ্রাহকদের এআই-সমৃদ্ধ প্রাসঙ্গিক সেবা প্রদানে আমরা ‘অগমেন্টেড ইন্টেলিজেন্স ১৪৪০’ (এআই১৪৪০) কৌশল গ্রহণ করেছি, যা ডিজিটাল সমাধান নিয়ে আসার মাধ্যমে মানুষের পেশাগত ও ব্যক্তিগত জীবনের মানোন্নয়নে গুরুত্ব দিয়ে কাজ করে।
বাংলালিংকের প্রধান নির্বাহী এরিক অস বলেন, রাইজ অ্যাপটিতে এআই-সমৃদ্ধ ফিচার যুক্ত করার ফলে, এ অ্যাপ দক্ষতার উন্নয়ন থেকে শুরু করে বিনোদন, লাইস্টাইলের সকল ক্ষেত্রে ব্যবহারকারীদের দুর্দান্ত অভিজ্ঞতা নিশ্চিত করবে; যা ডিজিটাল-ফার্স্ট জেনারেশনের সাথে সামঞ্জস্যপূর্ণ।