রবিবার ● ১০ নভেম্বর ২০২৪
প্রথম পাতা » আইসিটি সংবাদ » ১৮-২৪ নভেম্বর বাংলাদেশে উদযাপন হবে গ্লোবাল এন্ট্রাপ্রিনিউরশীপ উইক ২০২৪
১৮-২৪ নভেম্বর বাংলাদেশে উদযাপন হবে গ্লোবাল এন্ট্রাপ্রিনিউরশীপ উইক ২০২৪
‘বাধা দূর করুন এবং সবাইকে স্বাগত জানান’ এই প্রতিপাদ্য নিয়ে বাংলাদেশে ১৮-২৪ নভেম্বর ২০২৪ ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ডিপার্টমেন্ট অব ইনোভেশন এন্ড এন্ট্রাপ্রিনিউরশীপ এর আয়োজনে উদযাপিত হতে যাচ্ছে গ্লোবাল এন্ট্রাপ্রিনিউরশীপ উইক ২০২৪। এ বছর গ্লোবাল এন্ট্রাপ্রিনিউরশীপ উইক বিশ্বের ২০০টি দেশে উদযাপিত হবে, যেখানে ৪০,০০০ এর বেশি ইভেন্ট এবং দশ মিলিয়ন মানুষ এই উদযাপনে অংশ নেবে। বাংলাদেশে গ্লোবাল এন্ট্রাপ্রিনিউরশীপ নেটওয়ার্ক-বাংলাদেশ ৫০টিরও বেশি অংশীদারসংস্থার সাথে ৫০০টির বেশি ইভেন্ট আয়োজনের পরিকল্পনা করেছে, যা সরাসরি ১ লাখ এবং ডিজিটালি ৩০ লাখ যুবককে প্রভাবিত করবে বলে ধারনা করা হচ্ছে। ১০ নভেম্বর রাজধানীর ধানমন্ডিতে ড্যাফোডিল প্লাজার ৭১ মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্লোবাল এন্টারপ্রেনারশীপ নেটওয়ার্ক বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও ট্রাষ্টিবোর্ডের চেয়ারম্যান ড. মোঃ সবুর খান। এ সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ ভেঞ্চার ক্যাপিটাল লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা শওকত হোসেন, বাংলাদেশ ফেডারেশন অব উইমেনস এন্ট্রাপ্রিনিউিরস এর সভাপতি ড. রুবিনা হোসেন, বাংলাদেশ স্কিল ডেভেলপমেন্ট ইন্সটিটিউটের নির্বাহী পরিচালক কে এম হাসান রিপন, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইনোভেশন এন্ড এন্ট্রাপ্রিনিউরশীপ বিভাগের প্রধান মোহাম্মদ কামরুজ্জামান প্রমুখ।