রবিবার ● ৩ নভেম্বর ২০২৪
প্রথম পাতা » আইসিটি সংবাদ » অনলাইনে পাওয়া যাচ্ছে ড. মনির ভূঁঁইয়া’র বিদেশে পড়ালেখা বই
অনলাইনে পাওয়া যাচ্ছে ড. মনির ভূঁঁইয়া’র বিদেশে পড়ালেখা বই
অনলাইনে পাওয়া যাচ্ছে ড. মনির ভূঁইয়া’র গ্লোবাল ক্যারিয়ার গাইডলাইন সিরিজের ‘বিদেশে পড়ালেখা’ শীর্ষক ই-বুক। বর্তমানে ইউরোপ, আমেরিকা, মধ্যপ্রাচ্য, মালয়েশিয়া, অস্ট্রেলিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশে লাখ লাখ বাংলাদেশী পড়াশোনা ও বিভিন্ন কাজে যাচ্ছে। কিন্তু সামান্য কিছু গাইড লাইনের অভাবে তারা নিজের জীবন জীবিকায় অনেক ধরনের ঝুঁকির সম্মুখীন হচ্ছে। প্রস্তুতি এবং পরিকল্পনার অভাবে সারাবিশে^ মেধাবী, দক্ষ বাংলাদেশিরা যুগ যুগ ধরে অড জব করছে। দালালদের প্ররোচনায় নিজের মেধা, দক্ষতা নষ্ট করছে। এসব বিষয়গুলোর সমাধান দেয়ার উদ্দেশ্যে বইটি প্রকাশ করা হয়েছে।
বইটি সম্পর্কে লেখক মনির ভূঁইয়া বলেন, গত বিশ বছরে আমার ইউরোপ, মধ্যপ্রাচ্য, মালেশিয়াসহ বিভিন্ন দেশে যাওয়ার, কাজ করার, পড়াশোনার এবং বৃটেনে পিএইচডি করার অভিজ্ঞতা হয়েছে। এ সময়ে আমি বুঝতে চেষ্টা করেছি কেন মানুষ অনেক যোগ্যতা, সার্টিফিকেট এবং টাকা পয়সা থাকা সত্ত্বেও ভালো চাকুরি পায় না, ভালো জীবিকা বা জীবনের ব্যবস্থা করতে পারে না? সেই বিবেচনা থেকে আমি প্রাথমিকভাবে বিদেশে বিশ্ববিদ্যালয়ে উচ্চ শিক্ষা ও প্রস্তুতি এবং সেখানকার জীবন ব্যবস্থা সম্পর্কে এই গাইডলাইনটি লেখার পরিকল্পনা করি। নিজের সামাজিক দায়বদ্ধতা থেকে বইটি লেখা। এই গাইড লাইনের তিনটি সেকশন আছে। প্রথম সেকশন প্রস্তুতি। কোন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে? সেখানে কি কি ধরণের প্রস্তুতি নিতে হবে? ভিসার জন্য কি ব্যবস্থা নিতে হবে? উচ্চ শিক্ষার জন্য সে যদি মার্স্টাসডিগ্রি করে পিএইচডি করতে চায়, কি ধরণের যোগ্যতা বা অভিজ্ঞতার প্রয়োজন হবে? এটাই হলো প্রথম ধাপ প্রিপারেশন।
দ্বিতীয় সেকশনটির নাম হচ্ছে বিদেশ যাত্রা এবং প্রাথমিক সময়। যেকোন বিশ্ববিদ্যালয়ে প্রাথমিক প্রস্তুতি শেষে যখন অ্যাপ্লিকেশন বা ভর্তি ফরম সাবমিট করি। তারপর যদি ভিসা পাই এরপর এডমিশনের জন্য প্রস্তুতি নিতে থাকি। কি পড়বো? কি ধরণের পড়াশোনার যুগ আছে ইত্যাদি বিষয়ে। ওই বিশ্ববিদ্যালয়ের এডমিশনের একটা প্রসেসিং বা নিয়ম থাকে অথবা চাকুরির জন্য সিলেকশন প্রসেস থাকে। পড়াশোনার পাশাপাশি কি চাকরি করতে পারবে? সেখানে কি যোগ্যতা দরকার হবে?
তৃতীয় অংশটি হচ্ছে বিদেশে ক্যারিয়ার এবং সাকসেস। প্রথমে যদি সবকিছু ভালভাবে সম্পন্ন করে ভালো কোন শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির সুযোগ হয়ে যায়, তাহলে সেখানে পার্ট টাইম চাকুরি করার পাশাপাশি পড়াশোনা শেষে কি চাকুরি করা যাবে বা ক্যারিয়ারে কিভাবে সফল হবে।
তিনি বলেন, apon.uk এই ওয়েবসাইটটির মাধ্যমে এই তিনটি ধাপকে সুন্দরভাবে সম্পন্ন করার একটা প্রসেস মডেল তৈরি করা হয়েছে। পাশাপাশি ইউটিউব চ্যানেলসহ বিভিন্ন সোস্যালমিডিয়ায় এ বিষয়ে নিয়মিত ওয়েবিনার এবং আপডেট পাওয়া যাবে। বইয়ের শেষে সব ওয়েবলিংকের তালিকা দেয়া আছে। বইটি সংগ্রহের লিংক www.apon.uk/guidance।
উল্লেখ্য, ড. মনির ভূঁইয়া বৃটেনের ওয়েলস বিশ্ববিদ্যালয় থেকে বৃটিশ সরকারের বৃত্তিসহ পিএইচডি ডিগ্রি অর্জন করেন এবং নিউক্যাশল এর নর্থামব্রিয়া বিশ্ববিদ্যালয়ে পোষ্ট ডকটোরাল ফেলোশীপ সম্পন্ন করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছেন। তিনি বৃটেনের বিশ্ববিদ্যালয়ে গবেষক হিসেবে কাজ করেছেন।