বৃহস্পতিবার ● ১৭ অক্টোবর ২০২৪
প্রথম পাতা » আইসিটি সংবাদ » বাজারে অপো’র নতুন স্মার্টফোন রেনো১২ ৫জি
বাজারে অপো’র নতুন স্মার্টফোন রেনো১২ ৫জি
প্রযুক্তি ব্র্যান্ড অপো বাংলাদেশের বাজারে নিয়ে এসেছে নতুন স্মার্টফোন রেনো১২ ৫জি। ডিভাইসটিতে রয়েছে এআই ক্লিয়ার টেকনোলজি, যা উন্নত জেনারেটিভ এআইয়ের সাহায্যে মুখের অবয়ব, চুল ও ভ্রুয়ের মতো মুখমন্ডলের অংশগুলোর স্পষ্টতা বাড়িয়ে আরও স্বচ্ছ ও পরিষ্কার গ্রুপ ফটোর নিশ্চয়তা দেয়। এর অন-ডিভাইস এআই প্রসেসিংয়ের ফলে দ্রুত ছবি তৈরি হবে এবং প্রাইভেসিও বৃদ্ধি পাবে। বেস্ট ফেস ফিচারটি ছবিতে চোখ বন্ধ থাকলেও তা ঠিক করে দেবে।
স্মার্টফোনটিতে আছে ৮০ ওয়াট সুপারভুক ফ্ল্যাশ চার্জ সক্ষমতা সম্পন্ন ৫,০০০ এমএএইচ ব্যাটারি, ১২ জিবি র্যাম ও ৫১২জিবি রম।
ডিভাইসটির ৩ডি ১২০ হার্জ কার্ভড স্ক্রিনের এফএইচডি+ রেজ্যুলেশনের ফলে পাওয়া যাবে বর্ডারহীন আল্ট্রা-ব্রাইট ডিসপ্লে ব্যবহারের সুবিধা। এতে রয়েছে বিভিন্ন এআই ফিচার। যেমন, সহজে ছবি থেকে কিছু মোছার জন্য রয়েছে এআই ইরেজার ২.০ এবং নেটওয়ার্কের যেকোনো অবস্থায় সঠিক নেভিগেশনের জন্য রয়েছে এআই লিঙ্কবুস্ট। ফোনটি পড়ে গেলে বা পানি ও ধূলা লাগলেও থাকবে অক্ষত।
স্মার্টফোনটি অ্যাসট্রো সিলভার ও ম্যাট ব্রাউন এই দুটি কালারে পাওয়া যাবে। ফোনটির দাম ৫৯,৯৯০ টাকা।