মঙ্গলবার ● ১৫ অক্টোবর ২০২৪
প্রথম পাতা » আইসিটি সংবাদ » বন্যা পরবর্তী পুনর্বাসনে দারাজ
বন্যা পরবর্তী পুনর্বাসনে দারাজ
সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে দেশের বিভিন্ন অঞ্চল। ক্ষতিগ্রস্ত মানুষদের স্বাভাবিক জীবনে ফেরাতে বন্যা পরবর্তী সহায়তা এখন খুবই গুরুত্বপূর্ণ। দীর্ঘমেয়াদী পুনর্বাসনে সহায়তা করার লক্ষ্য নিয়ে পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র, অভিযাত্রিক ফাউন্ডেশন এবং মিশন সেভ বাংলাদেশ এই তিনটি এনজিও’র সাথে একযোগে কাজ করছে অনলাইন মার্কেটপ্লেস দারাজ বাংলাদেশ।
এই সহযোগিতার আওতায়, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে আয়ের উৎস হিসেবে ১০০টি ছাগল বিতরণ করা হয়েছে। এছাড়া, কুমিল্লা সদর, বুড়িচং, চৌদ্দগ্রাম, ফেনী সদর, ছাগলনাইয়া, পরশুরাম, দাগনভূইয়া, সোনাগাজী এবং কবিরহাট সহ ৩ জেলার অধীনে প্রায় ১১টি উপজেলার ২২টি ইউনিয়নের বিভিন্ন এলাকায় প্রায় ৪০ হাজারেরও বেশি মানুষের কাছে ত্রাণ সহায়তা পৌঁছে দেয় দারাজ।
এছাড়াও দেশের উত্তরাঞ্চলে নতুন করে বন্যার প্রাদুর্ভাব ঘটায় দারাজ পুনরায় মিশন সেভ বাংলাদেশের সহায়তায় শেরপুর, লালমনিরহাট এবং কুড়িগ্রামের প্রায় ১০ হাজার বন্যাকবলিত মানুষের মাঝে প্রয়োজনীয় ত্রাণসামগ্রী বিতরণ করেছে।