বুধবার ● ৯ অক্টোবর ২০২৪
প্রথম পাতা » আইসিটি সংবাদ » আইসিএসবি সম্মাননা পেল রবি
আইসিএসবি সম্মাননা পেল রবি
একাদশ ‘আইসিএসবি ন্যাশনাল অ্যাওয়ার্ড ফর কর্পোরেট গভর্ন্যান্স এক্সিলেন্স ২০২৩’ এ রৌপ্য সম্মাননা অর্জন করেছে মোবাইল নেটওয়ার্ক সেবা প্রদানকারী কোম্পানি রবি আজিয়াটা পিএলসি।
সম্প্রতি ইনস্টিটিউট অব চাটার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশ’র (আইসিএসবি) উদ্যোগে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে এ সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন অর্থ, বাণিজ্য এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি রবির চিফ ফিন্যান্সিয়াল অফিসার (সিএফও) এম. রিয়াজ রশীদের হাতে সম্মাননা স্মারকটি তুলে দেন।
বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. আবদুর রহমান খান, বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মো. সেলিম উদ্দিন এবং অর্থ মন্ত্রণালয়ের সচিব ড. মো. খাইরুজ্জামান মজুমদার। এ সময় আইসিএসবি’র করপোরেট গভর্ন্যান্স কমিটির চেয়ারম্যান এম. নুরুল আলম উপস্থিত ছিলেন।
রবি’র পক্ষ থেকে উপস্থিত ছিলেন কোম্পানি সেক্রেটারিয়েটের অ্যাসোসিয়েট ডিরেক্টর মো. শহীদুর রহমান; ভ্যাস অ্যান্ড নিউ বিজনেস’র জেনারেল ম্যানেজার মহিউদ্দিন সিদ্দিক; স্ট্র্যাটেজিক কমিউনিকেশন’র জেনারেল ম্যানেজার নিয়াজ মোহাম্মদ সিদ্দিকী এবং সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট’র ম্যানেজার খন্দকার নাসির উদ্দিন মাহমুদ।