বুধবার ● ২৫ জুলাই ২০১২
প্রথম পাতা » আইসিটি আপডেট » ফক্সকনের কারখানা নির্মাণ হচ্ছে ইন্দোনেশিয়ায়
ফক্সকনের কারখানা নির্মাণ হচ্ছে ইন্দোনেশিয়ায়
অ্যাপলের আইফোন ও আইপ্যাড নির্মাতা চীনা প্রতিষ্ঠান ফক্সকন ১০০ কোটি ডলার বিনিয়োগে ইন্দোনেশিয়ায় একটি কারখানা নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে। খবর সি-নেট।
তথ্যপ্রযুক্তিবিষয়ক পণ্য তৈরির জন্য দীর্ঘদিন ধরেই ফক্সকনের পছন্দের তালিকায় ছিল ইন্দোনেশিয়া। দ্য নেকস্ট ওয়েব ব্লগ ফক্সকনের উদ্ধৃতি দিয়ে জানায়, শুরুতে ইন্দোনেশিয়ায় ১০০ কোটি ডলার বিনিয়োগ করবে ফক্সকন। পরবর্তী সময়ে ধাপে ধাপে বাকি ৯০০ কোটি ডলার বিনিয়োগ করতে পারে কোম্পানিটি।
ফক্সকনের চীন ও ব্রাজিলে কারখানা রয়েছে। দ্য নেক্সট ওয়েব জানায়, ইন্দোনেশিয়ার সরকার আশা করছে ফক্সকনের এ সিদ্ধান্তের পর অন্যান্য কোম্পানিও এ দেশে কারখানা নির্মাণে আগ্রহী হবে এবং এর ফলে দক্ষিণপূর্ব এশিয়ার দেশটি একটি তথ্যকেন্দ্রে পরিণত হবে।
শিল্পমন্ত্রী এমএস হিদায়ত বলেন, ফক্সকন এখানে ১ হাজার হেক্টর জমি খুঁজছে। সিলিকন ভ্যালির আদলে তারা একটি জায়গা তৈরি
করতে চাইছে।
গত বছর ফক্সকনের কর্মীদের কম বেতনব্যবস্থা আলোড়ন সৃষ্টি করে। এ বছরের শুরুতে কর্মীদের নিয়ে ফক্সকনকে অ্যাপলের জেরার মুখে পড়তে হয়। অ্যাপল ও ফেয়ার লেবার অ্যাসোসিয়েশন (এফএলএ) এ বিষয়ে ফক্সকনের সঙ্গে কাজ করে। পরে ফক্সকন কর্মীদের কাজের সময় কমিয়ে দেয়ার এবং বেতন বাড়ানোর
সিদ্ধান্ত নেয়।
ফক্সকন জানায়, এ কারখানার মাধ্যমে ইন্দোনেশিয়ায় ১০ লাখ চাকরির ব্যবস্থা হবে। আগামী মাসে তাইওয়ানে নতুন কার্যালয় খোলার বিষয়েও সিদ্ধান্ত নেবে প্রতিষ্ঠানটি।