শুক্রবার ● ৪ অক্টোবর ২০২৪
প্রথম পাতা » আইসিটি সংবাদ » বাংলাদেশের বাজারে নতুন স্মার্টফোন অপো এ৩
বাংলাদেশের বাজারে নতুন স্মার্টফোন অপো এ৩
বাংলাদেশের বাজারে অপো নিয়ে এসেছে নতুন স্মার্টফোন অপো এ৩ সিরিজ। পানির ফোঁটা এবং পড়ে যাওয়ার মতো সমস্যা দূর করতে এতে রয়েছে মিলিটারি-গ্রেড শক রেজিস্টেন্স এবং বিশেষ ওয়াটার রেজিস্টেন্স ফিচার। ডিভাইসটিতে বিভিন্ন তরল পদার্থ প্রতিরোধের ফিচার রয়েছে, যা দুধ চা, কফি এবং স্যুপ পড়লেও ফোনটিকে রক্ষা করে। এর স্প্ল্যাশ টাচ ফাংশনের ফলে ব্যবহারকারীরা ভেজা হাত বা হালকা বৃষ্টিতেও নির্ভুল টাচ ও সক্রিয়তা উপভোগ করতে পারেন।
স্মার্টফোনটিতে রয়েছে ৪৫ওয়াট সুপারভুক ফ্ল্যাশ চার্জ টেকনোলজি সহ ৫,১০০ এমএএইচ ব্যাটারি। এর ১,০০০ নিটসের পিক আল্ট্রা ব্রাইটনেনের ফলে সূর্যের আলোতেও স্ক্রিন ভালোভাবে দেখা যায়। বিশেষ বিকনলিঙ্ক ফিচার থাকায় মোবাইল সিগন্যাল ছাড়াই ভয়েস কল করা যায় এই ফোনে। ডিভাইসটি ২০,৯৯০ টাকায় পাওয়া যাচ্ছে।