সর্বশেষ সংবাদ
ঢাকা, নভেম্বর ১৬, ২০২৪, ২ অগ্রহায়ন ১৪৩১
ICT NEWS (আইসিটি নিউজ) | Online Newspaper of Bangladesh |
বুধবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৪
প্রথম পাতা » আইসিটি সংবাদ » দেশের বাজারে আসুসের কোপাইলট প্লাস পিসি এআই ল্যাপটপ
প্রথম পাতা » আইসিটি সংবাদ » দেশের বাজারে আসুসের কোপাইলট প্লাস পিসি এআই ল্যাপটপ
১০৩ বার পঠিত
বুধবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

দেশের বাজারে আসুসের কোপাইলট প্লাস পিসি এআই ল্যাপটপ

---প্রযুক্তি ব্র্যান্ড আসুস বাংলাদেশের বাজারে নিয়ে এসেছে তাদের প্রথম কোপাইলট প্লাস পিসি এআই ল্যাপটপ, আসুস ভিভোবুক এস ১৫। গত ২৩ সেপ্টেম্বর রাজধানীর একটি হোটেলে আসুস বাংলাদেশ আয়োজিত ‘নেক্সট লেভেল, এআই ইনক্রেডিবল’ শীর্ষক একটি অন্ষ্ঠুানে নতুন এই ল্যাপটপটি উন্মোচন করা হয়।

অনুষ্ঠানে এআই ইঞ্জিন এবং কোপাইলটের সুবিধাসহ মূল ফিচারগুলো তুলে ধরা হয়। দেশের বাজারে ভিভোবুক এস ১৫ ল্যাপটপটি পাওয়া যাবে ১,৭৪,৯৯০ টাকায়। বাংলাদেশে আসুসের অথোরাইজড রিটেইল স্টোরে নতুন এই ল্যাপটপটি পাওয়া যাচ্ছে।

মাইক্রোসফট এবং কোয়ালকমের সাথে কোলাবোরেশনের মাধ্যমে আসুসের এই ল্যাপটপটি ডিজাইন করা হয়েছে। এতে এআরএম বেসড স্ন্যাপড্রাগন এক্স এলিট প্রসেসর ব্যবহার করা হয়েছে। কোপাইলট ফিচারটি সহজে ব্যবহারের জন্য এবং দ্রুত এআই চালিত টুলগুলোতে অ্যাক্সেস পেতে ল্যাপটপটির কি-বোর্ডে রয়েছে একটি ডেডিকেটেড কী বাটন। আলাদা এই কোপাইলট কী বাটনটি মূলত কোপাইলট প্লাস পিসির অন্যতম বিশেষ ফিচার।

কোয়ালকম হেক্সাগনের বিল্ট-ইন এনপিইউ সহ স্ন্যাপড্রাগন এক্স এলিট প্রসেসর ব্যবহার করা হয়েছে এই ল্যাপটপে। এর ৪৫ টপস এস নিউরাল ইঞ্জিন ল্যাপটপটির এআই প্রসেসিংকে আরও কর্মক্ষম করে তোলে। এর স্টোরেজের সুবিধায় আছে আল্ট্রাফাস্ট ৫১২ জিবি পিসিআইই ৪.০ এসএসডি। এছাড়া থাকছে ১৬ গিগাবাইট পর্যন্ত মেমোরি এবং ৮৪৪৮ মেগাহার্টজ এলপিডিডিআর ৫এক্স র‌্যাম সুবিধা।

ল্যাপটপটি ডিজাইন করা হয়েছে সিলভার রঙে এবং প্রিমিয়াম লেভেলের ধাতব ম্যাটেরিয়াল দিয়ে। ১.৪৭ সেমি পাতলা ১৫.৬ ইঞ্চি ডিসপ্লের এই ল্যাপটপটির ওজন ১.৪২ কেজি। ল্যাপটপটির ডিসপ্লে হিসাবে ব্যবহার করা হয়েছে আসুস লুমিনা ওলেড। এর রেজ্যুলেশন ৩কে এবং রিফ্রেশ রেট ১২০ হার্জ।  এর কি-বোর্ডে ব্যবহার করা হয়েছে আরজিবি ব্যাকলাইট যেটির রঙ ব্যবহারকারীরা চাইলে পরিবর্তনও করতে পারবে।  এতে আছে একটি বড় আকারের টাচ প্যাড। এর ব্যাটারি ৭০ ওয়াটের এবং ১৮ ঘণ্টার উপরে ল্যাপটপটি নিরবচ্ছিন্নভাবে চলতে পারে।

আসুস বাংলাদেশের বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার মোঃ আল ফুয়াদ অনুষ্ঠানে বলেন, গ্রাহকদের ইনোভেশন এবং নতুন এক্সপেরিয়েন্স দিতে আসুস সবসময় বদ্ধপরিকর এবং অগ্রণী ভূমিকা পালন করে আসছে। এই ধারাবাহিকতায় বাংলাদেশে প্রথম কোপাইলট প্লাস পিসি নিয়ে এসেছে আসুস। কোপাইলট ফিচারের মাধ্যমে ভিভোবুক এস ১৫ ল্যাপটপটি দিবে এআই ব্যবহারে বিশেষ সুবিধা।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রযুক্তি প্রতিষ্ঠান গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেডের পরিচালক জসিম উদ্দিন খন্দকার, ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আনোয়ার, রায়ানস কম্পিউটার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আহমেদ হাসান, স্টার টেক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মাদ জাহেদ আলী ভূঁইয়া প্রমুখ।



আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
বাংলালিংক ও ভিভোর অংশীদারিত্ব
আইএসডিবি-বিআইএসইডব্লিউ আইটি স্কলারশিপ প্রোগ্রামের ৬৫তম রাউন্ডের আবেদন আহ্বান
প্রতিবন্ধী গ্রাহকদের সেবা প্রদানে রবি’র বিশেষ উদ্যোগ
‘ভিসা পেমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস ২০২৪’ জিতলো বিকাশ
দারাজ ১১.১১: প্রথম ২৪ ঘণ্টায় কেনাকাটার উচ্ছ্বাস
চীন ভিত্তিক সাইবার হামলা নিয়ে সফোসের প্রতিবেদন ‘প্যাসিফিক রিম’
বাজারে ব্রাদার এর নতুন প্রিন্টার টোনার
বিকাশ অ্যাপে ঢাকা ব্যাংকের ইসলামিক ডিপিএস সেবা
যুগপূর্তিতে কাজের স্বীকৃতি পেলো কেয়ারটিউটরসের কর্মীরা
সিটিআইটি মেলায় আসুস ল্যাপটপে বিশেষ অফার