বুধবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৪
প্রথম পাতা » আইসিটি সংবাদ » বাজারে অনারের আল্ট্রা স্লিম প্যাড এক্স৮এ
বাজারে অনারের আল্ট্রা স্লিম প্যাড এক্স৮এ
প্রযুক্তি ব্র্যান্ড অনার বাংলাদেশের বাজারে নিয়ে এসেছে নতুন ডিভাইস অনার প্যাড এক্স৮এ। যা অনার প্যাড এক্স৮ সিরিজের দ্বিতীয় প্রজন্মের স্মার্ট ট্যাবলেট। স্পেস গ্রে রঙের ডিভাইসটির (৪ জিবি + ৬৪ জিবি) দাম ১৭ হাজার ৯৯৯ টাকা। ডিভাইসটি দারাজ অনলাইন শপিংয়ে পাওয়া যাচ্ছে তবে দারাজ ফ্ল্যাশ সেল অফারে ক্রেতাদের জন্য ডিভাইসটির অফার মূল্য রাখা হয়েছে ১৬ হাজার ৬৫৯ টাকা। ক্রেতারা দারাজ ভাউচার ব্যবহার করে এই অফার নিতে পারবেন। ডিভাইসটিতে থাকছে এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি।
৪৯৫ গ্রাম ওজন এবং ৭.২৫ মিমি পুরুত্বের আল্ট্রা-স্লিম ডিভাইসটি সহজে বহনযোগ্য। ১১ ইঞ্চি অনার আই প্রটেকশন ডিসপ্লে সমৃদ্ধ ডিভাইসটির স্ক্রিন-টু-বডি রেশিও ৮৪% এবং ডিসপ্লে রেজ্যুলেশন ১৯২০ বাই ১২০০। এটি টিইউভি রেইল্যান্ডের লো ব্লু-লাইট এবং ফ্লিকার ফ্রি সার্টিফিকেশন পেয়েছে যা দীর্ঘমেয়াদী ব্যবহার চোখকে সুরক্ষিত রাখবে।
এতে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৮০ চিপসেট, ৮৩০০ এমএএইচ ব্যাটারি, অনার হিসটেন সাউন্ড টিউনিং প্রযুক্তিসহ চারটি বড় স্পিকার। ডিভাইসটির স্মার্ট ভয়েস এনহান্সমেন্ট এবং নয়েজ ক্যানসেলেশন সক্ষমতাও আছে।
এতে নতুন একটি প্রযুক্তি যুক্ত করা হয়েছে যা ব্যবহারকারীদের জন্য স্মার্ট অ্যাপ এক্সটেন্ডার এবং মাল্টি-উইন্ডো সুবিধা নিয়ে এসেছে। অ্যাপ এক্সটেন্ডার ফাংশনের মাধ্যমে ব্যবহারকারীরা একই অ্যাপের জন্য একসঙ্গে দুটি উইন্ডো খুলতে পারবেন এবং মাল্টি-উইন্ডোর মাধ্যমে চারটি অ্যাপ একসঙ্গে প্রদর্শন করতে পারবেন। ম্যাজিক ওএস ৮.০ এর সাহায্যে অনার স্মার্টফোনের ব্যবহারকারীরা মসৃণ আন্তঃডিভাইস ইন্টারঅ্যাকশনের সুবিধা নিতে পারবেন, যেমন ফাইল সিঙ্ক এবং অ্যাপ কন্টিনিউটি, যা তাদের যেকোনও ডিভাইসে কাজ চালিয়ে যেতে সহায়তা করবে।
ডিভাইসটিতে শিশুদের জন্য থাকছে বিশেষ কিডস এডিশন। শিশুপ্রুফ ট্যাবলেটটি খাদ্য-গ্রেড সিলিকোন দিয়ে তৈরি, যা ছোট শিশুদের ক্ষতিকর কণার সংস্পর্শ থেকে রক্ষা করে। শিশুদের খেলাধুলার স্বভাবকে মাথায় রেখে, অনার প্যাড এক্স৮এ কিডস এডিশন শকপ্রুফ ডিজাইন করা হয়েছে, যা পড়ে যাওয়া এবং আঘাত সহ্য করতে সক্ষম, ফলে এর স্থায়িত্ব বৃদ্ধি পায়।
অনার প্যাড এক্স৮এ কিডস এডিশন ডিভাইসে ফ্যামিলি লিঙ্ক ফিচার রয়েছে, যা মা-বাবাকে স্ক্রিন টাইমের সীমা নির্ধারণ, ডিভাইস লক, অ্যাপ ডাউনলোড পরিচালনা এবং তাদের সন্তানের অবস্থান ট্র্যাক করার ক্ষমতা প্রদান করে।