রবিবার ● ২২ সেপ্টেম্বর ২০২৪
প্রথম পাতা » আইসিটি সংবাদ » আইসিটি বিভাগের সহকারী প্রোগ্রামার আনজুম রিয়াসাতঃ পোস্টিং চাঁদপুরে অফিস করেন ঢাকায়
আইসিটি বিভাগের সহকারী প্রোগ্রামার আনজুম রিয়াসাতঃ পোস্টিং চাঁদপুরে অফিস করেন ঢাকায়
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি বিভাগের সহকারী প্রোগ্রামার আনজুম রিয়াসাতকে চাঁদপুর সদরে উপজেলা আইসিটি অফিসার হিসেবে পদায়ন করা হলেও এক বছর অফিস করেননি তিনি।
চাঁদপুর সদরের উপজেলা নির্বাহী কর্মকর্তা সাখাওয়াত জামিল সৈকত আইসিটি অধিদপ্তরের মহাপরিচালক বরাবর দুই দুই দফা চিঠি দিলেও কোন সমাধান হয়নি। চিঠি দুটির অনুলিপি দেখেছে আইসিটি নিউজ।
গত বছরের ১০ জুলাই আইসিটি অধিদপ্তরের প্রধান কার্যালয় থেকে তাৎক্ষণিকভাবে অব্যহতি (স্টান্ড রিলিজ) দিয়ে চাঁদপুরে পদায়ন করা হয় আনজুমকে। তবে গত বছর ২০ জুলাই চাঁদপুরে গিয়ে হাজিরা দিয়ে এক বছরে আর যোগ দেননি কর্মস্থলে। এমনকি ইউএনও জামিল সৈকতের সাথেও দেখা করেননি আনজুম।
খোঁজ নিয়ে জানা গেছে, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মির্জা আজমের ভাগ্নে পরিচয়ে আইসিটি বিভাগের বিভিন্ন প্রকল্প থেকে অবৈধ সুবিধা নিয়েছেন আনজুম। চাঁদপুর উপজেলায় পদায়ন হলেও এক বছরে যোগ দেননি কর্মস্থলে।
সর্বশেষ ৮ সেপ্টেম্বর এক চিঠিতে ইউওএনও জানান, কর্মস্থলে যোগদানের জন্য আদেশ প্রদান করা হলেও অদ্যাবধি বর্ণিত কর্মকর্তা স্বীয় কর্মস্থলে যোগদান করেননি। ফলে অত্র উপজেলায় আইসিটি অধিদপ্তরের সকল কার্যক্রম স্থবির হয়ে পড়েছে।
অভিযোগ প্রসঙ্গে মন্তব্য নিতে আনজুম রিয়াসাতের সাথে ফোনে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।