বুধবার ● ১৮ সেপ্টেম্বর ২০২৪
প্রথম পাতা » আইসিটি সংবাদ » থ্রিডি কার্ভড ডিসপ্লের নতুন স্মার্টফোন আনছে ইনফিনিক্স
থ্রিডি কার্ভড ডিসপ্লের নতুন স্মার্টফোন আনছে ইনফিনিক্স
প্রযুক্তি ব্র্যান্ড ইনফিনিক্স তাদের আসন্ন নোট ৪০ সিরিজের নতুন স্মার্টফোনে থ্রিডি কার্ভড ডিসপ্লে যুক্ত করেছে। এই ডিসপ্লের বাঁকানো প্রান্তগুলো ব্যবহারকারীদের দুর্দান্ত অভিজ্ঞতা প্রদান করবে বলে ধারনা করা হচ্ছে। ডিভাইসের বাঁকানো কোণাগুলো শুধু দেখতেই দৃষ্টিনন্দন নয়, এটি এর্গোনোমিক গ্রিপ তৈরি করতেও সহায়তা করে; ফলে ডিভাইসটিকে আরও হালকা মনে হয় এবং সহজে বহন করা যায়।
নতুন নোট ৪০ সিরিজের মডেলটিতে থাকছে ৩৩ ওয়াটের ফার্স্ট চার্জার। এটি ওয়্যারলেস ম্যাগনেটিক চার্জিংয়ের সাথেও সামঞ্জস্যপূর্ণ, যা সাধারণত প্রিমিয়াম ডিভাইসে পাওয়া যায়। ফোনের পেছনে থাকা চার্জারটি দিয়ে সইজে স্ন্যাপ এবং পাওয়ার আপ করা যাবে; যা প্যাঁচানো ক্যাবলের ঝামেলা থেকে রেহাই দেবে।
নতুন এই ডিভাইসে যোগ করা হয়েছে ১০৮ মেগাপিক্সেলের একটি মেইন ক্যামেরা এবং ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। শিগগিরই বাংলাদেশের বাজারে আসতে যাচ্ছে ইনফিনিক্স নোট ৪০ সিরিজের ফোনটি। নোট ৪০ প্রো উন্মোচনের পর যারা ইচ্ছে থাকলেও বাজেটের কারণে ডিভাইসটি কিনতে পারেননি, তাদের জন্য নতুন ডিভাইসটি চাহিদা এবং বাজেটের সম্বন্বয় ঘটাতে সক্ষম হবে বলে আশা করা হচ্ছে।