বুধবার ● ১৮ সেপ্টেম্বর ২০২৪
প্রথম পাতা » আইসিটি সংবাদ » বাজারে আর্মরশেল প্রটেকশন প্রযুক্তির স্মার্টফোন রিয়েলমি নোট ৬০
বাজারে আর্মরশেল প্রটেকশন প্রযুক্তির স্মার্টফোন রিয়েলমি নোট ৬০
আর্মরশেল প্রটেকশন প্রযুক্তি সমৃদ্ধ নতুন স্মার্টফোন রিয়েলমি নোট ৬০ বাজারে নিয়ে এসেছে স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি। আর্মরশেল প্রটেকশন প্রযুক্তি ডিভাইসকে দীর্ঘ সময়ধরে টেকসই থাকার নিশ্চয়তা দেয়। এতে রয়েছে একটি শক্তিশালী ডাই-কাস্ট অ্যালুমিনিয়াম কাঠামো, ধাতব ফ্রেম, মজবুত গ্লাস, কোটেড প্রটেকশন, শক শোষণকারী সার্কিট বোর্ড ফিল্ম, উপাদান সংযোজন কারী গ্লু, স্ক্রিন সুরক্ষার বেজেল ও একটি ইনসিওল ডিজাইন। এই ফিচারগুলো ডিভাইসটিকে বাঁকানো, পড়ে যাওয়া ও দাগলাগা থেকে সুরক্ষিত রাখে।
এতে আরও রয়েছে আইপি৬৪ ধূলা ও পানিরোধী ফিচার, ৩২ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা। চোখের স্বাভাবিকত্ব বজায় রাখতে ফোনটিতে ব্যবহার করা হয়েছে ৯০ হার্টজ আই কমফোর্ট ডিসপ্লে। ফোনটির স্ক্রিনে ব্যবহার করা হয়েছে রেইনওয়াটার স্মার্ট টাচ ফিচার। এজন্য ভেজাহাতেও নির্বিঘেœ ফোন ব্যবহার করতে পারবেন স্মার্টফোন প্রেমীরা।
দুটি সংস্করণে পাওয়া যাচ্ছে রিয়েলমি নোট ৬০: ৬৪ জিবি রমের সঙ্গে রয়েছে ১২ জিবি র্যাম (৪ জিবি + ৮ জিবি ডায়নামিক র্যাম) এবং ১২৮জিবি রমের সঙ্গে রয়েছে ১২ জিবি র্যাম (৪ জিবি + ৮ জিবি ডায়নামিক র্যাম) যার বাজার মূল্য ধরা হয়েছে যথাক্রমে ১১,৯৯৯ টাকা এবং ১২,৯৯৯ টাকা।
অনলাইন প্ল্যাটফর্ম দারাজে শুরু হয়েছে রিয়েলমি নোট ৬০ স্মার্টফোনের ফ্ল্যাশ সেল, যেখানে ক্রেতারা সর্বোচ্চ ৫৫০ টাকা পর্যন্ত ছাড় উপভোগ করতে পারবেন। এর পাশাপাশি, দারাজে রিভিউ দিয়ে গ্রাহকরা বিনামূল্যে রিয়েলমি নোট ৬০ পেতে পারেন। অফারের মধ্যে ফ্রি শিপিং, ব্র্যান্ডের ওয়ারেন্টি, এবং ০% ইএমআই সুবিধাও রয়েছে।