মঙ্গলবার ● ১০ সেপ্টেম্বর ২০২৪
প্রথম পাতা » আইসিটি সংবাদ » বাংলাদেশের বাজারে নতুন স্মার্টফোন অপো এ৩এক্স
বাংলাদেশের বাজারে নতুন স্মার্টফোন অপো এ৩এক্স
স্মার্টফোন প্রযুক্তি প্রতিষ্ঠান অপো এবার বাংলাদেশের বাজারে নিয়ে আসলো নতুন স্মার্টফোন অপো এ৩এক্স (৪ জিবি+১২৮ জিবি)। এতে রয়েছে মিলিটারি-গ্রেড শক রেজিস্ট্যান্স, মাল্টিপল লিকুইড রেজিস্ট্যান্স ও ৪৫ ওয়াট সুপারভুকটিএম ফ্ল্যাশ চার্জসহ একটি ৫,১০০ এমএএইচ ব্যাটারি। ফোনটির বাজার মূল্য ১৬,৯৯০ টাকা।
১১-১৪ ই সেপ্টেম্বর পর্যন্ত অপো এ৩এক্স ডিভাইসটি কিনলেই গ্রাহকরা বিশেষ উপহার হিসেবে পাবেন ২ বছরের ওয়ারেন্টি, কমপ্লিম্যান্টারি এক্সেসারিস কম্বো বক্স এবং জিরো লাইফ-এর মাধ্যমে একটি বিশেষ মেম্বার রিওয়ার্ড।
মিলিটারি-গ্রেড শক রেজিস্ট্যান্স থাকার কারণে অপো এ৩এক্স ১.২ মিটার উপর থেকে পড়লে বা বিভিন্ন দিকে থেকে আঘাত পেলেও তা সহ্য করতে পারে । টেবিল থেকে পড়া বা দ্রুত গতির বাইকের নীচে পড়ে যাওয়া – সব ধরনের পরিস্থিতি সামলানোর জন্য এই ফোনটি তৈরি করা হয়েছে।
অপো এ৩এক্স-এ রয়েছে মাল্টিপল লিকুইড রেজিস্ট্যান্স, যা কফি, দুধ চা, স্যুপ এবং পোরিজের মতো তরলের ছিঁটা আসলেও ফোনটিকে রক্ষা করবে। এর স্প্ল্যাশ টাচ ফিচার স্ক্রীন ভেজা থাকলেও টাচের নির্ভুলতা ও সক্রিয়তা বাড়ায়। এমনকি ব্যবহারকারীরা হালকা বৃষ্টিতে, সাঁতার কাটার পরে বা স্যাঁতসেঁতে হাত দিয়েও ডিভাইসটি চালাতে পারবেন।
অপো এ৩এক্স-এ ১,০০০ নিটসের পিক ব্রাইটনেস রয়েছে, যা সরাসরি সূর্যালোকের মধ্যেও স্ক্রিনের স্পষ্টতা নিশ্চিত করে। এর ফলে ব্যবহারকারীরা চোখের কোনো অসুবিধা ছাড়াই তাদের পছন্দের কনটেন্ট উপভোগ করতে পারবেন।