মঙ্গলবার ● ৩ সেপ্টেম্বর ২০২৪
প্রথম পাতা » আইসিটি সংবাদ » বন্যাকবলিত এলাকায় মেডিকেল ক্যাম্প চালু করল রবি
বন্যাকবলিত এলাকায় মেডিকেল ক্যাম্প চালু করল রবি
ফেনীর বন্যাকবলিত এলাকার মানুষের সাহায্যে মেডিকেল ক্যাম্প চালু করল রবি। বন্যাকবলিত মানুষদের জরুরি স্বাস্থ্যসেবা প্রদানের লক্ষ্যে সন্ধানী, চট্টগ্রাম মেডিকেল কলেজের চিকিৎসক ও শিক্ষার্থীদের সাথে নিয়ে ৩ সেপ্টেম্বর থেকে মেডিকেল ক্যাম্পের কার্যক্রম শুরু হয়। প্রতি ক্যাম্পে গড়ে ৩-৪ শ’ জন জরুরি স্বাস্থ্যসেবা নিতে পারবেন।
প্রাথমিকভাবে ফেনীর ফুলগাজী হাসানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মেডিকেল ক্যাম্প কার্যক্রম শুরু করেছে। শীঘ্রই আরো কয়েকটি মেডিকেল ক্যাম্প কার্যক্রম শুরু করবে রবি। আঞ্চলিক প্রতিনিধি দল এবং সন্ধানীর সাথে সমন্বয় করে ক্যাম্প স্থাপনের স্থানগুলো নির্ধারণ করা হয়েছে। ক্যাম্প স্থাপনের নির্বাচিত অন্যান্য স্থানগুলোর মধ্যে রয়েছে ধনীকুন্ডা বাজার, শান্তির বাজার, দারোগার হাট, বটতলী বাজার, রেজুমিয়া, সাতকুচিয়া, পুরাতন মুন্সির হাট, শুভপুর ও বক্তারহাট।