মঙ্গলবার ● ৩ সেপ্টেম্বর ২০২৪
প্রথম পাতা » আইসিটি সংবাদ » বন্যার্তদের সহায়তায় বাংলালিংকের বিশেষ ক্যাম্পেইন
বন্যার্তদের সহায়তায় বাংলালিংকের বিশেষ ক্যাম্পেইন
দেশের বন্যাকবলিত পূর্বাঞ্চল থেকে পানি নেমে যেতে শুরু করেছে; ফলে বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে। তবে, পানি নেমে যাওয়ার সাথে সাথে বন্যা-পরবর্তী ক্ষতগুলো বের হতে শুরু করেছে। বর্তমানে এই অঞ্চলের মানুষের প্রয়োজন বন্যা পরবর্তী সহযোগিতা।
এই পরিস্থিতি থেকে উত্তরণে, বাংলালিংক সাতদিন ব্যাপী ক্যাম্পেইন চালু করেছে। বন্যাদুর্গত এলাকার মানুষকে খুব দ্রুত স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে এই ক্যাম্পেইন চালু করা হয়েছে।
এই ক্যাম্পেইনের মাধ্যমে গ্রাহকরা আগামী ৭ সেপ্টেম্বর পর্যন্ত বাংলালিংকের ৪৯৭ টাকা, ৬৪৭ টাকা ও ৭৯৮ টাকার মাসিক প্যাকেজ (মান্থলি প্যাক) কিনলে প্রতিটি প্যাকেজ থেকে ১০০ টাকা করে অনুদান প্রদান করবে বাংলালিংক। এজন্য গ্রাহকদের অতিরিক্ত কোনো খরচ হবে না।
বাংলালিংক ক্যাম্পেইন থেকে প্রাপ্ত অর্থ দিয়ে জরুরি ত্রাণ সামগ্রী, ওষুধ অথবা নির্মাণ সামগ্রী কিনে বাংলাদেশ সেনাবাহিনীর কাছে হস্তান্তর করবে।