মঙ্গলবার ● ৩ সেপ্টেম্বর ২০২৪
প্রথম পাতা » আইসিটি সংবাদ » ইউআইটিএস-এ নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ বাংলাদেশের অ্যাক্টিভেশন প্রোগ্রাম
ইউআইটিএস-এ নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ বাংলাদেশের অ্যাক্টিভেশন প্রোগ্রাম
ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সাইন্স (ইউআইটিএস), এর ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি), ডিপার্টমেন্ট অব কম্পিউটার সাইন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) এবং ডিপার্টমেন্ট অব ইনফরমেশন টেকনোলজি (আইটি) এর সহযোগিতায় গত ২ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়েছে নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ বাংলাদেশের অ্যাক্টিভেশন ওয়েবিনার। শিক্ষার্থীদের অংশগ্রহনে এই অনুষ্ঠানে নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জে অংশগ্রহনের নিয়মাবলী সহ অন্যান্য বিষয় আলোচনা করা হয়।
বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) এর সহযোগিতায় বেসিস স্টুডেন্টস ফোরাম এবং ক্লাউড ক্যাম্প বাংলাদেশ এ প্রতিযোগিতার আয়োজন করছে। বিশ্বিব্যাপী প্রায় ৩৫০টি শহরে অনুষ্ঠিত ৪৮ ঘণ্টার এই হ্যাকাথনটি উদ্ভাবনকে উৎসাহিত করা এবং মহাকাশ অন্বেষণ এবং বিজ্ঞানের সুযোগগুলোতে প্রবেশের বাধা দূর করার লক্ষ্যে কাজ করে। জাতীয় হ্যাক-এ-থনটি আগামী ৪-৫ অক্টোবর, ২০২৪ তারিখে বিশে^র অন্যান্য দেশের সাথে মিলিয়ে একই সাথে আয়োজন করা হচ্ছে। এ বছরের নাসা ইন্টারন্যাশনাল স্পেস অ্যাপস চ্যালেঞ্জ এর থিম হল ‘দ্য সান টাচেস এভরিথিং!’।
অ্যাক্টিভেশন প্রোগ্রামে বিভিন্ন বিষয় উপস্থাপন করেন বেসিস পরচিালক বিপ্লব ঘোষ রাহুল, নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ বাংলাদেশের কনভেনর অভিজিৎ ভৌমিক, নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ বাংলাদেশের উপদেষ্টা মোহাম্মদ মাহদি-উজ-জামান, বেসিসের সহকারী ম্যানেজার (ইভেন্টস অ্যান্ড কমিউনিকেশন) তৌফিক এলাহী প্লাবন, ইউআইটিএস এর সহযোগী অধ্যাপক ও আইকিউএসি ডিরেক্টর ইঞ্জিনিয়ার মো. সাফায়েত হোসেন, সিএসই বিভাগের প্রধান আল ইমতিয়াজ, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. মো. আশরাফুল ইসলাম প্রমুখ।