বুধবার ● ১৮ জুলাই ২০১২
প্রথম পাতা » নতুন পণ্য » সিনেট ব্রান্ডের ওয়্যারলেস রাউটার
সিনেট ব্রান্ডের ওয়্যারলেস রাউটার
স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড বাজারে নিয়ে এসেছে যুক্তরাষ্ট্রের সিনেট ব্রান্ডের ডব্লিউএনএইচআর-১১০০ মডেলের ওয়্যারলেস হোম রাউটার। এতে রয়েছে ৪টি ১০/১০০ এমবিপিএস অটো এমডিআই এক্স ল্যান পোর্ট এবং একটি ১০/১০০ এমবিপিএস ওয়্যান পোর্ট। এটি ক্যাবল, ডিএসএল, ডায়নামিক আইপি, স্ট্যাটিক আইপি, আইসি এন পি, এ আর পি প্রভৃতি সমর্থন করে। আই ট্রিপল ই ৮০২.১১ এন স্ট্যান্ডার্ড সমর্থিত এই রাউটারে সর্বোচ্চ ৩০০ এমবিপিএস গতি পাওয়া যায়। উইন্ডোজ, লিনাক্স এবং ম্যাক অপারেটিং সিস্টেম সমর্থিত এই রাউটারে নিরাপত্তার জন্য রয়েছে ডব্লিউ পি এ ডব্লিউ পি এ ২, ডব্লিউ পি এ পি এস কে, ডব্লিউপি এ ২ পি এস কে প্রযুক্তি। ঘরের মধ্যে ৫০০ মিটার এবং বাইরে ৭০০ মিটার পর্যন্ত দূরত্বে কাজ করে এটি। ওয়েব ব্রাউজারের মাধ্যমে নিয়ন্ত্রন যোগ্য এই রাউটারে আরও রয়েছে সেভেন ডিবিআই এন্টেনা। রাউটারটির দাম ৫৫০০ টাকা। বিস্তারিত: ০১৭৩০৭০১৯১৩।