বুধবার ● ১৮ জুলাই ২০১২
প্রথম পাতা » বিজ্ঞান ও প্রযুক্তি » এইচআইভি প্রতিরোধী ওষুধ অনুমোদন
এইচআইভি প্রতিরোধী ওষুধ অনুমোদন
এইচআইভি সংক্রমণ রোধে প্রথমবারের মতো একটি ওষুধের অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য কর্তৃপক্ষ। এটির নাম ট্রুভাডা। এইডসের জন্য দায়ী ভাইরাস মোকাবেলায় ৩০ বছরের সংগ্রামে এটি একটি মাইলফলক। এইডসে আক্রান্ত হাওয়ার উচ্চ ঝুঁকি রয়েছে কিংবা এইচআইভি আক্রান্ত ব্যক্তির সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপিত হতে পারে_ এমন ব্যক্তিরা ট্রুভাডা নামের ওই ওষুধটি ব্যবহার করতে পারেন বলে সোমবার অনুমতি দিয়েছে
যুক্তরাষ্ট্রের ওষুধ প্রশাসন এফডিএ। দিনে একবার এ বড়ি সেবন করতে হবে। ক্যালিফোর্নিয়াভিত্তিক জিলিড সায়েন্সেস ট্রুভাডা ওষুধ তৈরি করেছে। জিলিড সায়েন্সেস ২০০৪ সাল থেকে পরীক্ষামূলকভাবে এটি বাজারজাত করছে।
স্বাস্থ্যবিদরা বলছেন, এ ওষুধ এইচআইভির সংক্রমণ কমাতে সাহায্য করবে। পর্যবেক্ষণে দেখা গেছে, এ ওষুধ এইচআইভির সংক্রমণ থেকে অন্তত ৭৩ শতাংশ নিরাপদ রাখতে সক্ষম। তবে এইচআইভি আক্রান্তদের নিয়ে কাজ করা বেশ কয়েক কর্মী ও গোষ্ঠী এ ওষুধ অনুমোদন দেওয়ার সমালোচনা করেছে। তাদের আশঙ্কা, এ ধরনের ওষুধ অনুমোদন স্বাস্থ্য নিরাপত্তার ক্ষেত্রে ভ্রান্ত সংকেত দেবে।
এক বিবৃতিতে এফডিএ জানায়, এ ওষুধ এইচআইভি প্রতিরোধ পরিকল্পনায় ব্যাপক মাত্রায় ব্যবহার করা হবে। সেই সঙ্গে কনডমের ব্যবহার ও নিয়মিত এইচআইভি পরীক্ষার বিষয়টিও অন্তর্ভুক্ত থাকবে। চলতি বছরের মে মাসে স্বাস্থ্য বিশেষজ্ঞদের একটি দল এ পিল অনুমোদনের সুপারিশ করে। ২০১০ সাল থেকে পরিচালিত এক জরিপে দেখা যায়, ট্রুভাডা সমকামীদের মধ্যে এইডসের ঝুঁকি কমিয়ে দেয়। বিপরীত লিঙ্গের মধ্যে যদি একজন এইডসে আক্রান্ত হয়, সে ক্ষেত্রে এ ওষুধ ব্যবহারে অন্যজনের ঝুঁকি ৪৪ থেকে ৭৫ শতাংশ কমে।