রবিবার ● ২৫ আগস্ট ২০২৪
প্রথম পাতা » আইসিটি সংবাদ » জেন-জি শিক্ষার্থীদের সম্মাননা দিলো বিডিকলিং আইটি লিমিটেড
জেন-জি শিক্ষার্থীদের সম্মাননা দিলো বিডিকলিং আইটি লিমিটেড
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে ধ্বংসস্তুপে পরিণত হওয়া বাংলাদেশকে নতুন করে গড়ে তোলায় ১৮ থেকে ২৭ বছর বয়সী তরুণ জেন-জিদের প্রশংসায় সবাই এখন পঞ্চমুখ। সড়কে ট্রাফিক নিয়ন্ত্রণ, পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং দৃষ্টিনন্দন গ্রাফিতির মাধ্যমে নতুন দেশ গড়তে অবদান রাখায় রাজধানীর বনশ্রী-রামপুরা এলাকার ২৯ শিক্ষার্থীকে সম্মাননা দিয়েছে বিডিকলিং আইটি লিমিটেড।
গত ২৪ আগস্ট রাজধানীর একটি হোটেলে আনুষ্ঠানিকভাবে তাদেরকে সম্মাননা প্রদান করা হয়। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিডিকলিং আইটি লিমিটেডের চেয়ারম্যান সাবিনা আক্তার, সিইও মোহাম্মদ মনির হোসেন, হেড অব এইচআর ক্যাপ্টেন (অব) নাহিদ হাসান, বিডিকলিং একাডেমির এজিএম রনি সাহা প্রমুখ।
প্রতিষ্ঠানটির সিইও মোহাম্মদ মনির হোসেন অনুষ্ঠানে বলেন, আজকের এই বাংলাদেশ গড়ার পিছনে তরুণ প্রজন্মই মূখ্য ভূমিকা পালন করেছে। বিশেষ করে রামপুরা-বনশ্রী এলাকায় ট্রাফিক থেকে শুরু করে পরিষ্কার-পরিচ্ছন্নতা এমনকি অসাধারণ কিছু গ্রাফিতির মাধ্যমে আমাদের দেশকে ফুটিয়ে তুলেছে। তাই আমরা এই জেন-জি শিক্ষার্থীদের সকল কাজগুলো সম্মান জানিয়ে তাদেরকে আরও উৎসাহ দেওয়ার লক্ষ্যে এই সম্মাননার আয়োজন করেছি।
বিডিকলিং একাডেমির এজিএম রনি সাহা বলেন, বিডিকলিং আইটি লিমিটেড মূলত তারুণ্য নির্ভর একটি প্রতিষ্ঠান। আমাদের অধিকাংশ কর্মীই তরুণ। আমরা ইতিমধ্যেই জেন-জি শিক্ষার্থীদের জন্য বিডিকলিং একাডেমির সকল কোর্সে ৫০ শতাংশ পর্যন্ত বিশেষ ছাড় দিয়েছে।