শনিবার ● ২৪ আগস্ট ২০২৪
প্রথম পাতা » আইসিটি সংবাদ » গেমিং স্মার্টফোন ইনফিনিক্স হট ৩০
গেমিং স্মার্টফোন ইনফিনিক্স হট ৩০
সম্প্রতি, ইনফিনিক্স হট ৩০ এমন সব ফিচার নিয়ে হাজির হয়েছে, যা তরুণদের আকৃষ্ট করেছে। স্মার্টফোনটি শক্তিশালী গেমিং পারফরম্যান্সের পাশাপাশি মেসেজিং, ব্রাউজিং এবং স্কুলের কাজগুলো দক্ষতার সঙ্গে পরিচালনায় ভারসাম্য বজায় রেখে চলেছে।
ডিভাইসটির অক্টা-কোর গেমিং ইঞ্জিনসহ হেলিও জি৮৮ প্রসেসর নিশ্চিত করেছে গেমিং সেশন থেকে মাল্টিটাস্কিং। এর অটো অ্যাডজাস্ট কুলিং এবং উইক নেটওয়ার্ক টার্মিনেটর ডিভাইসটির স্মুদ এবং স্থিতিশীল গেমিং অভিজ্ঞতা নিশ্চিত করে। ডিভাইসের র্যাম এক্সটেনশন প্রযুক্তি এর মূল ৮ জিবি র্যামকে দ্বিগুণ করে। স্মার্টফোনটিতে দেয়া হয়েছে ৫০০০ এমএএইচের ব্যাটারি। ডিভাইসটিকে থাকা ৩৩ ওয়াটের ফাস্ট চার্জিংয়ে ৩০ মিনিটে ৫৫ শতাংশ চার্জ করা যায়।
এতে রয়েছে সুপার নাইট মোড এবং এআই লেন্সসহ একটি ৫০ মেগাপিক্সেলের প্রধান ক্যামেরা। পাশাপাশি রয়েছে একটি ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা।
ইনফিনিক্স হট ৩০ স্মার্টফোনটিতে রয়েছে স্লিক ডিজাইন ও ফ্লুইড সুপার ব্রাইট ডিসপ্লে। ৯০ হার্টজ রিফ্রেশ রেটের ৬.৭৮ ইঞ্চির এফএইচডি প্লাস ডিসপ্লে নিশ্চিত করছে সুপার ফ্লুইড টাচ অনুভূতি এবং দেখার অভিজ্ঞতা। দ্রুততম সময়ে সহজেই ফোনটি আনলক করা যায় এর সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের সাহায্যে। স্মার্টফোনটির দাম ১৪,৯৯৯ টাকা।