সোমবার ● ১৯ আগস্ট ২০২৪
প্রথম পাতা » আইসিটি সংবাদ » পাঠাও কার রেন্টাল সেবা চালু
পাঠাও কার রেন্টাল সেবা চালু
রাইড শেয়ারিং প্ল্যাটফর্ম পাঠাও নিয়ে এলো একটি নতুন সেবা পাঠাও কার রেন্টাল। এটি ইন্টারসিটি ট্রাভেলস, লং-ডিসটেন্স ট্রাভেলস, বিজনেস ট্রিপস কিংবা স্পেশাল ইভেন্টে যাতায়াতে ইউজারদের কনভেনিয়েন্ট, ফ্লেক্সিবল এবং রিলায়েবল ট্রাভেলিং এক্সপেরিয়েন্স দেওয়ার নিশ্চয়তা দেয়।
পাঠাও কার রেন্টাল ব্যবহার করতে পারবেন দেশের যেকোনো প্রান্ত থেকে। এছাড়াও ইউজাররা তাদের কনভিনিয়েন্স ও প্রয়োজন অনুযায়ী ওয়ান ওয়ে এবং রাউন্ড ট্রিপ আগে থেকেই শিডিউল করে রাখতে পারবেন। পাঠাও কার রেন্টাল-এর ইউজারদের সর্বোচ্চ নিরাপত্তা ও হাইজেন মেইনটেইন করতে ড্রাইভাররা কঠোর নিরাপত্তা প্রোটোকল মেনে চলেন এবং গাড়ি নিয়মিত স্যানিটাইজ করে থাকেন।
পাঠাও প্রোডাক্ট টিম-এর অ্যাসোসিয়েট ম্যানেজার শায়েখ সাইফ এ প্রসঙ্গে বলেন, পাঠাও-তে আমরা এমন পণ্য তৈরি করার চেষ্টা করি যা সমস্যা সমাধান করার পাশাপাশি ইউজারদের ডেইলি লাইফ ও যাতায়াত ব্যবস্থাকে আরও উন্নত করে। পাঠাও কার রেন্টাল এর মধ্যে একটি অন্যতম সেবা।
২০১৫ সালে প্রতিষ্ঠিত পাঠাও, এমন একটি ডিজিটাল প্লাটফর্ম তৈরি করছে যা অনেক মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি করে দেওয়ার পাশাপাশি সবার দৈনন্দিন জীবনের একটি অংশ হয়ে দাঁড়িয়েছে। রাইড শেয়ারিং, ফুড ডেলিভারি এবং ই-কমার্স লজিস্টিকসে পাঠাও শীর্ষস্থানে রয়েছে।