বুধবার ● ১৮ জুলাই ২০১২
প্রথম পাতা » ডিজিটাল বাংলা » চট্টগ্রামে ই-পেমেন্ট বিষয়ক প্রশিক্ষণ
চট্টগ্রামে ই-পেমেন্ট বিষয়ক প্রশিক্ষণ
চট্টগ্রামের বিভিন্ন সিএন্ডএফ এজেন্টের প্রতিনিধিরা কাস্টমস হাউসের শুল্ক কর পরিশোধে নবপ্রবর্তিত ই-পেমেন্ট পদ্ধতির উপর প্রশিক্ষণ নিতে শুরু করেছে। কম্পিউটারে ইন্টারনেট ব্যবহার করে অনলাইনে দ্রুত শুল্ক কর পরিশোধের এই পদ্ধতি চালু হয়েছে গত ৩০ জুন থেকে।চট্টগ্রামের সিএন্ডএফ টাওয়ারে চট্টগ্রাম কাস্টমস সিএন্ডএফ এসোসিয়েশন গত সোমবার থেকে দুইদিনব্যাপী কর্মশালার আয়োজন করেছে।
উদ্বোধনী অনুষ্ঠানে চট্টগ্রাম কাস্টমস হাউসের যুগ্ম কমিশনার ও এনবিআর-এর সদস্য সচিব সৈয়দ মুশফিকুর রহমান প্রধান অতিথির বক্তব্যে বলেন, বাংলাদেশ সরকার ঘোষিত ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে ই-পেমেন্ট একটি কার্যকর অগ্রগতি হিসাবে চিহ্নিত হবে। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিএন্ডএফ এসোসিয়েশনের সভাপতি একেএম আকতার হোসেন। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের প্রযুক্তি বিষয়ক সম্পাদক শিহাব চৌধুরী বিপ্লব। ২২৪ জন সিএন্ডএফ প্রতিনিধি এতে অংশ নিচ্ছেন। কর্মশালায় সহযোগিতা দিয়েছে চিটাগাং কাস্টমস হাউস ও বাংলাদেশ ইনভেস্টমেন্ট ক্লাইমেট ফান্ড (বিআইসিএফ)।