বুধবার ● ১৮ জুলাই ২০১২
প্রথম পাতা » আইসিটি আপডেট » সামাজিক যোগাযোগ সাইট ডিগ ৫ লাখ ডলারে বিক্রি
সামাজিক যোগাযোগ সাইট ডিগ ৫ লাখ ডলারে বিক্রি
সামাজিক যোগাযোগভিত্তিক খবরের সাইট ডিগ ৫ লাখ ডলারের বিনিময়ে বিক্রি হয়ে গেছে অনলাইন গণমাধ্যম প্রতিষ্ঠান বেটাওয়ার্কসের কাছে। তবে এ চুক্তির বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।
এক ব্লগপোস্টে বেটাওয়ার্কস জানায়, তারা সানফ্রান্সিসকোভিত্তিক ডিগের সব সম্পত্তি কিনে নিয়েছে। পরিকল্পনা অনুযায়ী, নিউজ ডট এমইর সঙ্গে একীভূত করা হবে সাইটটি। এর মাধ্যমে আইফোন, আইপ্যাড ও ই-মেইলের মাধ্যমে নিবন্ধ প্রকাশ করা হবে। বেটাওয়ার্কসের প্রতিষ্ঠাতা জন বোর্থউইক ব্লগপোস্টে উল্লেখ করেন, নিউজ ডট এমই কর্তৃপক্ষ ডিগকে এর মৌলিক কাজে ব্যবহার করবে। ইন্টারনেটে আলোচিত বিষয় পড়া ও অন্যদের সঙ্গে শেয়ার করার জন্য উপযুক্ত জায়গা ডিগ।
পোস্টটিতে আরও উল্লেখ করা হয়, ডিগের কার্যক্রম একেবারে প্রাথমিক অবস্থা থেকে শুরু করা হবে। স্বল্প বাজেটে ছোট দল হয়ে কাজ করবেন এর কর্মীরা।
কেভিন রোজের হাত ধরে সাত বছর আগে যাত্রা করে ডিগ। কেভিন গত বছর গুগলে যোগ দেন। এক বিবৃতিতে তিনি বলেন, জন বোর্থউইক ইন্টারনেটের সত্যিকার গতি-প্রকৃতি বুঝতে পারেন।
সাইটটির প্রধান নির্বাহী ম্যাট উইলিয়াম জানান, ব্যবহারকারীরা সাইটটিতে নানা ধরনের খবর আপলোড করেন। ইন্টারনেট ব্যবহারকারীর ভোটে অন্যতম পছন্দের সাইটে পরিণত হয়েছিল ডিগ। শুরুর থেকে এখন পর্যন্ত সাইটটিতে ২ কোটি ৮০ লাখেরও বেশি পোস্ট জমা পড়েছে।
ব্যবহারকারীরা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও টুইটারের দিকে ঝুঁকে পড়ায় ডিগের জনপ্রিয়তায় ভাটা পড়েছে। তারা এসব সাইটের মাধ্যমেই খবর আদান-প্রদানে বেশি অভ্যস্ত হয়ে পড়েছে। তার পরও প্রতি মাসে ৭০ লাখ মানুষ ডিগ ব্যবহার করে।
ডিগের অর্ধেকের মতো কর্মী এ বছরের শুরুতে প্রতিষ্ঠানটি থেকে বিদায় নিয়েছেন। বেটাওয়ার্কস কর্তৃক অধিগ্রহণের নথিতে কর্মী পরিসংখ্যান উল্লেখ করা হয়নি।