শনিবার ● ৯ জুলাই ২০১১
প্রথম পাতা » বিজ্ঞান ও প্রযুক্তি » বিশ্বে প্রথম কৃত্রিম অঙ্গ প্রতিস্থাপন
বিশ্বে প্রথম কৃত্রিম অঙ্গ প্রতিস্থাপন
স্টকহোমের ক্যারোলিনস্কা বিশ্ববিদ্যালয় হাসপাতালের সার্জনরা এই প্রথম একজন রোগীর শরীরে গবেষণাগারে তৈরি প্রথম কৃত্রিম অঙ্গ-প্রত্যঙ্গ প্রতিস্থাপন করেছেন। মাসখানেক আগে অ্যান্ডেমেরিয়াম টেলেনেবেট বেয়েনি নামে এক ক্যান্সার রোগীর শরীরে কৃত্রিম সিনথেটিক শ্বাসনালি প্রতিস্থাপন করা হয়। এ প্রক্রিয়ার সঙ্গে লন্ডন ইউনিভার্সিটি কলেজের বিজ্ঞানীরাও যুক্ত ছিলেন। কৃত্রিম অঙ্গ প্রতিস্থাপনের ঘটনা বিশ্বে এটাই প্রথম। খবর : টেলিগ্রাফ অনলাইন।
দীর্ঘদিন ধরে বেয়েনি ক্যান্সারযুক্ত টিউমার নিয়ে বাস করে আসছিলেন। এতে তার শ্বাসপ্রশ্বাস বাধাগ্রস্ত হয়। তার সেল নিয়ে গবেষণাগারে একটি শ্বাসনালি তৈরি এবং পরে তা তার শরীরে প্রতিস্থাপন করা হয়। এটি চালু করতে ফের তার নাকের সেল নেওয়া হয়। কৃত্রিম এ শ্বাসনালিতে লাখ লাখ ক্ষুদ্র ছিদ্র আছে। অস্ত্রোপচারে নেতৃত্ব দেন স্প্যানিশ চিকিৎসক প্রফেসর পাওলো ম্যাকচিরিয়ানি। তিনি এ অঙ্গ-প্রত্যঙ্গ তৈরির বিষয়কে খুব প্রশংসা করেন এবং এক সপ্তাহের মধ্যে গষেণাগারে এ ধরনের পাইপ তৈরি করা সম্ভব বলে জানান।