সর্বশেষ সংবাদ
ঢাকা, সেপ্টেম্বর ১৭, ২০২৪, ১ আশ্বিন ১৪৩১
ICT NEWS (আইসিটি নিউজ) | Online Newspaper of Bangladesh |
সোমবার ● ১৫ জুলাই ২০২৪
প্রথম পাতা » আইসিটি সংবাদ » বিটিআরসিতে দুই দিনব্যাপী আইক্যান আউটরিচ প্রোগ্রাম অনুষ্ঠিত
প্রথম পাতা » আইসিটি সংবাদ » বিটিআরসিতে দুই দিনব্যাপী আইক্যান আউটরিচ প্রোগ্রাম অনুষ্ঠিত
১৪৭ বার পঠিত
সোমবার ● ১৫ জুলাই ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিটিআরসিতে দুই দিনব্যাপী আইক্যান আউটরিচ প্রোগ্রাম অনুষ্ঠিত

---বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) এবং ইন্টারনেট করপোরেশন ফর আস্যাইনড নেমস এন্ড নাম্বারস (আইক্যান) এবং বাংলাদেশ ডোমেইন ইন্ডাস্ট্রি এর সমন্বিত উদ্যোগে দুই দিনব্যাপী আইক্যান আউটরিচ প্রোগ্রাম এর সমাপনী অনুষ্ঠান গত ১৪ জুলাই অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর আগারগাঁওস্থ বিটিআরসি ভবনে বিটিআরসি চেয়ারম্যান প্রকৌঃ মোঃ মহিউদ্দিন আহমেদ এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অনলাইনে যুক্ত ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। দুই দিনব্যাপী সেমিনারে মোট ৫টি সেশনে প্রযুক্তিবিদ, গবেষক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, উদ্যোক্তা, টেলিযোগাযোগ খাত সংশ্লিষ্ট অংশীজনসহ সরকারি-বেসরকারি বিভিন্ন সংস্থার কর্মকর্তাগণ, ডোমেইন  শিল্পের প্রতিনিধিবৃন্দ অংশগ্রহণ করেন।

প্রধান অতিথির বক্তব্যে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, ডোমেইন শিল্প বিলিয়ন ডলার ইন্ডাস্ট্রি এবং প্রতিনিয়ত এর বাজার সম্প্রসারিত হচ্ছে। বেশকিছু জটিলতায় ডট বিডি ডোমেইন এর প্রসার পিছিয়ে ছিল উল্লেখ করে মন্ত্রী বলেন, প্রাইভেট সেক্টর থেকে রেজিস্ট্রার নিয়োগের সুযোগ প্রদানের জন্য ইতোমধ্যে নির্দেশনা দেওয়া হয়েছে। দেশীয় প্রতিষ্ঠান কর্তৃক জেনেরিক টপ লেভেল ডোমেইন তথা জিটিএলডি এর বরাদ্দ গ্রহণ করলে  তা ব্যবসা-বাণিজ্যে প্রসার, বাজার ও ব্রান্ড সম্পস্রারণ, নতুন ও উদ্ভাবনী পণ্য ও সেবা খাতে ভূমিকা রাখবে। ডোমেইন শিল্পের অগ্রগতির জন্য সরকারি-বেসরকারি সকল স্টেকহোল্ডারদের সাথে নিয়মিত কার্যক্রম গ্রহণ করা হবে বলেও মন্তব্য করেন তিনি।

সভাপতির বক্তব্যে বিটিআরসি’র চেয়ারম্যান প্রকৌ: মো: মহিউদ্দিন আহমেদ বলেন, বিশ্বের অন্যান্য দেশের তুলনায় টেলিযোগাযোগ খাতের বিভিন্ন সূচকে বাংলাদেশ ভালো অবস্থান রয়েছে। দেশে বর্তমানে ১৯.৫ কোটি মোবাইল সিম গ্রাহক, ১৪ কোটির বেশি ইন্টারনেট গ্রাহক এবং ১০ কোটির বেশি ফোরজি গ্রাহক রয়েছে। এছাড়া, ৬ হাজার ৪০০ জিবিপিএস ব্যান্ডউইডথ ব্যবহার হচ্ছে । দেশে মাত্র ৪১ হাজার ডট বিডি ডোমেইন ব্যবহারকারী রয়েছে উল্লেখ করে বিটিআরসি চেয়ারম্যান বলেন, চলতি বছরের জানুয়ারি মাসে ডোমেইন সংক্রান্ত একটি গাইডলাইন জারি করেছে বিটিআরসি। ডটবিডি (.bd) ও  ডট বাংলা (.Bangla) ডোমেইন রেজিস্ট্রেশন উন্মুক্ত করার জন্য উপযুক্ত দেশী-বিদেশী প্রতিষ্ঠানকে রেজিস্ট্রার হিসেবে নিয়োগ প্রদান করা হবে- এ লক্ষ্যে নির্দেশিকা প্রণয়ন চূড়ান্ত পর্যায়ে আছে, যা শীঘ্রই স্টেকহোল্ডার কন্সাল্টেশনের জন্য প্রকাশ করা হবে।

স্বাগত বক্তব্যে বিটিআরসির  ইঞ্জিনিয়ারিং এন্ড অপারেশন্স বিভাগের মহাপরিচালক  ব্রিগেডিয়ার জেনারেল কাজী মুস্তাফিজুর রহমান বলেন, ২০১৮ সাল থেকে আইক্যান এর গর্ভনমেন্ট অ্যাডভাইজরি কমিটিতে বিটিআরসি নিয়মিত অংশগ্রহণ করে আসছে। ইন্টারনেটের ডোমেইন নেম ও আইপি এড্রেস ব্যবস্থাপনা, এসকল বিষয়ে কারিগরি সক্ষমতা বৃদ্ধি, ইন্টারনেটের নিরাপদ ব্যবহার নিশ্চিত করা ও সর্বোপরি দেশের আইটি ইন্ডাস্ট্রির জন্য নতুন ব্যবসা এবং সুযোগ তৈরি করতে আইক্যান এর সঙ্গে কার্যকর যোগাযোগ বৃদ্ধি গুরুত্বপূর্ণ বলে তিনি উল্লেখ করেন।

ডট বিডি ও ডট বাংলা বেসরকারিভাবে  উন্মুক্ত করার উদ্যোগকে স্বাগত জানান এফবিসিসিআই এর উপদেষ্টা সৈয়দ আলমাস কবির। ক্রস বর্ডার পেমেন্ট এর বিষয়টি আরো সহজতর করার জন্য তিনি সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করেন । সরকারি কর্মকর্তাদের পাবলিক ইমেইল ব্যবহার না করে সরকারি ইমেইল ব্যবহার করা দরকার বলেও মন্তব্য করেন তিনি।

এ প্রোগ্রামের ১ম দিন ১১ জুলাই ২০২৪ তারিখে ‘এক্সপ্লোরিং দ্যা ফিউচার অফ ডোমেইন ইন্ডাস্ট্রি- চ্যালেঞ্জেস এন্ড অপারচুনেটিজ’  এবং ‘একাডেমিক প্রমোশন অফ ইউনির্ভাসেল এক্সসেপ্টেন্স এন্ড ডোমেইন অপারেশনাল স্কিল’ শীর্ষক দুটি রাউন্ডটেবিল সেশন অনুষ্ঠিত হয়। উক্ত সেশনে বক্তব্য প্রদান করেন আইক্যান এর গভর্নমেন্ট  আইজিও এনগেজমেন্ট বিভাগের এশিয়া প্যাসিফিক অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট সমীরণ গুপ্ত, আইকান বোর্ড এর ডিরেক্টর সাজিদ রহমান, এপনিক এর পলিসি সিগের কো-চেয়ার সুমন আহমেদ সাবির, বিটিআরসি’র মহাপরিচালক (ইঞ্জিনিয়ারিং এন্ড অপারেশন্স) ব্রিগেডিয়ার জেনারেল কাজী মুস্তাফিজুর রহমান, ভাষা প্রযুক্তি বিজ্ঞানী মামুন অর রশীদ, আইএসপিএবি সভাপতি ইমদাদুল হক, এশিয়া প্যাসিফিক টপলেভেল ডোমেইনের সদস্য ইমরান হোসেন প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বিশ্বে মোট প্রায় ২০০ কোটি  মানুষ ইন্টারনেটের আওতার বাইরে। আগামীতে ডোমেইন শিল্প থেকে ১০ বিলিয়ন ডলার রেভিনিউ অর্জন সম্ভব জানিয়ে তারা বলেন, বিশ্বে মোট ডোমেইনের সংখ্যা ৩ কোটি ৬৫ লাখ এবং এর বর্তমান বাজার প্রায় ৫০০ কোটি ডলারের, যার সুযোগ বাংলাদেশের গ্রহণ করা উচিত। প্রথম দিনের সেমিনার উপস্থিত হয়ে ডোমেইন শিল্পের আয় এবং গ্রাহক সন্তুষ্টির জন্য ডট বাংলা ও ডট বিডি ডোমেইন বেসরকারি খাতেও উন্মুক্ত করে দিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে নির্দেশনা দেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিভাগের মাননীয় প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

সেমিনারের ২য় দিন ‘ফিউচার অফ ডোমেইন নেইম বিজনেস এন্ড ইন্ডাস্ট্রি গ্রোথ চ্যালেঞ্জেস’ এবং ‘আইক্যান এনগেজমেন্ট এন্ড অপরচুনেটিজ ফর বাংলাদেশ’ শীর্ষক দুইটি প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়।  বিটিআরসি’র ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অপারেশনস বিভাগের উপ-পরিচালক ড. শামসুজ্জোহা এর সঞ্চালনায় অনুষ্ঠানে আইক্যান এর এটলার্জ এডভাইজরি কমিটির সদস্য শাহ জাহিদুর রহমান, আইকান এর গভর্নমেন্ট অ্যাফেয়ার্স অ্যান্ড পাবলিক পলিসি লিডার বিভাগের ভাইস প্রেসিডেন্ট সমীরণ গুপ্ত, বেসিস এর প্রাক্তন সভাপতি আলমাস কবির এবং শামীম আহসান, আইক্যান বোর্ড এর পরিচালক সাজিদ রহমানসহ বিভিন্ন সেক্টর থেকে আগত অতিথিবৃন্দ বক্তব্য প্রদান করেন। আলোচনায় আলোচকগণ ডট বিডি ডোমেইন নিবন্ধনে বেসরকারি কোম্পানিদের সুযোগ দিলে ডোমেইন শিল্পের প্রসার হবে বলে মতামত ব্যক্ত করেন। ডোমেইন শিল্পের জন্য অবকাঠামো উন্নয়ন, ডাটা সেন্টার, সিকিউরিটি ও দক্ষ মানব সম্পদ বাড়ানোর বিষয়টি উঠে আসে।



আইসিটি সংবাদ এর আরও খবর

তানভীর ইব্রাহীম ও ফয়সাল আলিমের নেতৃত্বে বাক্কোর নতুন কমিটি তানভীর ইব্রাহীম ও ফয়সাল আলিমের নেতৃত্বে বাক্কোর নতুন কমিটি
কো-ব্র্যান্ডেড ফোরজি স্মার্টফোন আনল গ্রামীণফোন ও সিম্ফনি কো-ব্র্যান্ডেড ফোরজি স্মার্টফোন আনল গ্রামীণফোন ও সিম্ফনি
ক্রিপ্টোকারেন্সি ব্যবহারে বাংলাদেশের অবস্থান ৩৫তম ক্রিপ্টোকারেন্সি ব্যবহারে বাংলাদেশের অবস্থান ৩৫তম
বাজারে ইয়োগা নাইনআই টু ইন ওয়ান লেনোভো ল্যাপটপ বাজারে ইয়োগা নাইনআই টু ইন ওয়ান লেনোভো ল্যাপটপ
আন্তর্জাতিক এআই অলিম্পিয়াডে দুটি রুপা ও দুটি ব্রোঞ্জ পদক পেল বাংলাদেশ আন্তর্জাতিক এআই অলিম্পিয়াডে দুটি রুপা ও দুটি ব্রোঞ্জ পদক পেল বাংলাদেশ
এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড পেল বিকাশ এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড পেল বিকাশ
পাঠাও ফিনটেক ট্রান্সফরমেশনে ১২ মিলিয়ন ডলারের ফান্ড রেইজ পাঠাও ফিনটেক ট্রান্সফরমেশনে ১২ মিলিয়ন ডলারের ফান্ড রেইজ
নগদে ফরেনসিক পরীক্ষার সিদ্ধান্তে ক্ষুদ্ধ সাবেক সিইও নগদে ফরেনসিক পরীক্ষার সিদ্ধান্তে ক্ষুদ্ধ সাবেক সিইও
অগ্নি দুর্ঘটনা রোধে সদস্যদের জন্য বাক্কোর সচেতনতা কর্মশালা অগ্নি দুর্ঘটনা রোধে সদস্যদের জন্য বাক্কোর সচেতনতা কর্মশালা
চার বেসিস সদস্য কোম্পানি পেল এশিয়া স্মার্ট অ্যাপ অ্যাওয়ার্ডস ২০২৪ চার বেসিস সদস্য কোম্পানি পেল এশিয়া স্মার্ট অ্যাপ অ্যাওয়ার্ডস ২০২৪

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
তানভীর ইব্রাহীম ও ফয়সাল আলিমের নেতৃত্বে বাক্কোর নতুন কমিটি
কো-ব্র্যান্ডেড ফোরজি স্মার্টফোন আনল গ্রামীণফোন ও সিম্ফনি
ক্রিপ্টোকারেন্সি ব্যবহারে বাংলাদেশের অবস্থান ৩৫তম
বাজারে ইয়োগা নাইনআই টু ইন ওয়ান লেনোভো ল্যাপটপ
আন্তর্জাতিক এআই অলিম্পিয়াডে দুটি রুপা ও দুটি ব্রোঞ্জ পদক পেল বাংলাদেশ
এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড পেল বিকাশ
পাঠাও ফিনটেক ট্রান্সফরমেশনে ১২ মিলিয়ন ডলারের ফান্ড রেইজ
নগদে ফরেনসিক পরীক্ষার সিদ্ধান্তে ক্ষুদ্ধ সাবেক সিইও
অগ্নি দুর্ঘটনা রোধে সদস্যদের জন্য বাক্কোর সচেতনতা কর্মশালা
চার বেসিস সদস্য কোম্পানি পেল এশিয়া স্মার্ট অ্যাপ অ্যাওয়ার্ডস ২০২৪