বুধবার ● ১৭ এপ্রিল ২০১৩
প্রথম পাতা » টিপ্স-এন্ড-ট্রিক্স » যেভাবে PDF ফাইল এডিট করবেন
যেভাবে PDF ফাইল এডিট করবেন
পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট ‘কে সংক্ষপে বলা হয় পিডিএফ, এই ফরমেটের ফাইলের সাথে প্রায় সবাই পরিচিত। অনেক সময় নান কাজে প্রয়োজন হয় পিডিএফ ফাইল এডিট করার তখন হয়তো সমস্যার সস্মুখীন হতে হয়। পিডিএফ ফাইল এডিট করার সফটওয়্যার দ্বারা আপনি খুব সহজে পিডিএফ ফাইলে এডিট করতে পারবেন। নিচে ৫ টি ফ্রী সফটওয়্যার দেওয়া আছে যেগুলো দ্বারা এডিট করতে পারবেন পিডিএফ ফাইল ।
ডাউনলোড লিংক :
1. PDFedit ডাউনলোড
2. PDFTK Builder ডাউনলোড
3. PDFfill PDF tools ডাউনলোড
4. LittlePDF ডাউনলোড
5. PDF Hammer ডাউনলোড
ডাউনলোড লিঙ্কে প্রবেশ করে সফটওয়্যারগুলো সম্পর্কে আরো বিস্তারিত ধারনা পাবেন। এছাড়া সফটওয়্যারগুলো দ্বারা আপনি পিডিএফ থেকে অন্য ফরমেটে ফাইল কনভার্ট করতে পারবেন।