বৃহস্পতিবার ● ৪ জুলাই ২০২৪
প্রথম পাতা » আইসিটি সংবাদ » মানাবে ওয়াটার পার্কে যাতায়াতে উবার যাত্রীদের জন্য বিশেষ ছাড়
মানাবে ওয়াটার পার্কে যাতায়াতে উবার যাত্রীদের জন্য বিশেষ ছাড়
রাইড শেয়ারিং প্ল্যাটফর্ম উবার এবং ওয়াটার পার্ক মানাবে এর মধ্যে সম্প্রতি একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এর মাধ্যমে দর্শনার্থীরা পার্কটিতে যাতায়াতে পাবেন বিশেষ ছাড়। ICMANABAYRT2024 প্রোমো কোড ব্যবহার করে যাত্রীরা ঢাকা-মানাবে-ঢাকায় পরবর্তী দুটি ইন্টারসিটি রাউন্ড ট্রিপে ১৪% ছাড় পাবেন। ৪ ঘণ্টা থেকে ২৪ ঘণ্টা সময়ব্যাপী ইন্টারসিটি ট্রিপের ক্ষেত্রে এই ছাড় প্রযোজ্য। প্রত্যেক ব্যবহারকারী/যাত্রী ২টি ট্রিপের ক্ষেত্রে এই ছাড় পাবেন। এই যাত্রীরা গাড়ি পার্কিংয়ের সময়ও পাবেন ১০% ছাড়। পাশাপাশি, ইন্টারসিটি ওয়ান-ওয়ে চালকরা ২০ মিনিটের জন্য গাড়ি পার্কিং ফিসের ওপর ছাড় পাবেন।
উবার বাংলাদেশের কান্ট্রি হেড নাশিদ ফেরদৌস কামাল বলেন, নিজেদের সেবার মান উন্নত করতে উবার সবসময়ই সচেষ্ট। বাংলাদেশের গ্রাহকদের সুবিধাজনক ও সহজলভ্য যাতায়াত ব্যবস্থা প্রদানে আমরা দৃঢ় প্রতিজ্ঞ। মানাবে’র সাথে এই পার্টনারশিপও আমাদের সেই প্রতিশ্রুতির সাথে সামঞ্জস্যপূর্ণ। ইন্টারসিটি যাত্রীদের সাশ্রয়ী ভাড়ায় মানাবে-তে যাতায়াত এবং স্বচ্ছন্দে এর রাইডগুলো উপভোগ করার জন্য এটি চমৎকার সুযোগ।
মানাবে ওয়াটার পার্কের অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট সেলিম খান সুরাত্তি বলেন, উবারের মতো একটি ব্র্যান্ডের সাথে মিলিতভাবে কাজ করতে পেরে আমরা খুবই আনন্দিত। এই পার্টনারশিপের মাধ্যমে আমরা উবার গ্রাহকদের জন্য এক্সক্লুসিভ প্রোমোশনাল অফার দিচ্ছি, ফলে মানাবে-তে তাদের ভ্রমণ হয়ে উঠবে আরও আনন্দময়।
উল্লেখ্য, ঢাকা শহরের কেন্দ্র থেকে প্রায় ৫১ কিলোমিটার দূরে মুন্সীগঞ্জের গজারিয়া এলাকার বাউসিয়ায় মানাবে অবস্থিত। এটি বাংলাদেশের বৃহত্তম এবং দক্ষিণ এশিয়ার তৃতীয় বৃহত্তম ওয়াটার পার্ক।