মঙ্গলবার ● ১৭ জুলাই ২০১২
প্রথম পাতা » আইসিটি আপডেট » ভিডিও চ্যাটিংয়ের সুবিধা থাকবে ব্ল্যাকবেরি ১০-এ
ভিডিও চ্যাটিংয়ের সুবিধা থাকবে ব্ল্যাকবেরি ১০-এ
প্রতিশ্রুতি অনুযায়ী চলতি বছরের মধ্যে নতুন অপারেটিং সিস্টেম ব্ল্যাকবেরি ১০ আনতে পারছে না কানাডাভিত্তিক স্মার্টফোন নির্মাতা আরআইএম। যারা এর জন্য অপেক্ষা করে ছিলেন, তারা কিছুটা হলেও নাখোশ। তাদের খুশি করার জন্যই হয়তো নতুন অপারেটিং সিস্টেমে নতুন একটি ফিচার যোগ করার কথা জানিয়েছে আরআইএম। প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, আগামী বছরের শুরুর দিকে আসা আরআইএমের নতুন অপারেটিং সিস্টেমে ভিডিও চ্যাটিংয়ের সুবিধা থাকবে। খবর এনডিটিভির।
দীর্ঘদিন ধরেই বাজারে এ ধরনের একটি আলোচনা চলে আসছিল। অবশেষে আরআইএম গতকাল এ বিষয়ে নিশ্চিত করে জানিয়েছে, নতুন অপারেটিং সিস্টেমে এ ফিচারটি যোগ করা হয়েছে। প্রতিষ্ঠানটির আশা, এ ফিচারের মাধ্যমে ব্ল্যাকবেরি এর বাজার ফিরে পাবে। এ ফিচারটির নাম দেয়া হয়েছে সিনামন টোস্ট।
এ বছরটি এখন পর্যন্ত ভালো যায়নি ব্ল্যাকবেরির। বর্তমানে প্রতিষ্ঠানটির শেয়ারের দাম সর্বনিম্ন পর্যায়ে রয়েছে। অ্যান্ড্রয়েড ও অ্যাপলের আইওএস অপারেটিং সিস্টেমের কারণে বাজার হারাচ্ছে আরআইএম।
প্রতিষ্ঠানটি আশা করছে, ব্ল্যাকবেরি ১০ অপারেটিং সিস্টেমের মাধ্যমে এ বাজার দখল ফিরে পাওয়া সম্ভব হবে। এর আগে প্রতিষ্ঠানটি নতুন অপারেটিং সিস্টেমচালিত স্মার্টফোনগুলোয় কি-বোর্ড থাকবে না বলে জানিয়েছিল।
নতুন অপারেটিং সিস্টেম নিয়ে বিশ্লেষকরা আশাবাদী হলেও খুব একটা আশাবাদী হতে পারছেন না। তাদের ধারণা, প্রতিষ্ঠানটি এরই মধ্যে নতুন অপারেটিং সিস্টেম আনতে অনেক দেরি করে ফেলেছে।