বৃহস্পতিবার ● ২৭ জুন ২০২৪
প্রথম পাতা » আইসিটি সংবাদ » বাক্কো ও এ্যাসেট প্রকল্পের মধ্যে সমঝোতা চুক্তি
বাক্কো ও এ্যাসেট প্রকল্পের মধ্যে সমঝোতা চুক্তি
অ্যাকসেলারেটিং অ্যান্ড স্ট্রেনদেনিং স্কিলস ফর ইকনমিক ট্রান্সফরমেশন (এ্যাসেট) প্রকল্পের সাথে গত ২৭ জুন একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কনট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং (বাক্কো)। বাক্কো সহ-সভাপতি তানভীর ইব্রাহীম এবং এ্যাসেট প্রকল্পের প্রকল্প পরিচালক (অতিরিক্ত সচিব) আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেন।
সমঝোতা চুক্তি অনুযায়ী, এ্যাসেট প্রকল্পের এন্টারপ্রাইজ ভিত্তিক প্রশিক্ষণের আওতায় অন্তর্ভুক্ত করা হয় বাক্কোকে। এ প্রশিক্ষণ কার্যক্রমটির আওতায় দেশের বিজনেস প্রসেস আউটসোর্সিং (বিপিও)’ শিল্পখাতের চাহিদাভিত্তিক দক্ষ মানবসম্পদ সৃষ্টি, কর্মকর্তা ও ব্যবস্থাপকগণের সক্ষমতা বৃদ্ধি সহ নতুন কর্মসংস্থান সৃষ্টির উদ্দেশ্যে দেশের বেকার ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীকে বিভিন্ন মেয়াদে প্রশিক্ষণ প্রদান করা হবে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাক্কো নির্বাহী পরিচালক লে: কর্নেল (অব:) মো: মাহতাবুল হক এবং উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
উল্লেখ্য, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ও বিশ্বব্যাংকের আর্থিক সহায়তায়, শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অধীন, কারিগরি শিক্ষা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন এ্যাসেট প্রকল্পের মূল লক্ষ্য হচ্ছে দেশের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদার সাথে সামঞ্জস্য রেখে দেশের যুব, শ্রমিক, নারী, প্রতিবন্ধী, অনগ্রসর ও সুবিধাবঞ্চিত ব্যক্তিদের জন্য দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে দেশের বেকারত্ব হ্রাস করে অর্থনৈতিক উন্নয়নকে ত্বরান্বিত করা।