বৃহস্পতিবার ● ২৭ জুন ২০২৪
প্রথম পাতা » আইসিটি সংবাদ » ‘গ্লোবাল অ্যান্ড বাংলাদেশ আউটলুক অ্যান্ড রিস্ক’ শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত
‘গ্লোবাল অ্যান্ড বাংলাদেশ আউটলুক অ্যান্ড রিস্ক’ শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত
মাস্টারকার্ড ইকোনমিক্স ইনস্টিটিউটের (এমইআই) আয়োজনে ঢাকার একটি হোটেলে ২৭ জুন অনুষ্ঠিত হয়েছে ‘গ্লোবাল অ্যান্ড বাংলাদেশ আউটলুক অ্যান্ড রিস্ক’ শীর্ষক একটি গোলটেবিল বৈঠক। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন মাস্টারকার্ড ইকোনমিক্স ইনস্টিটিউটের এশিয়া প্যাসিফিক ও এমইএ এর চিফ ইকোনমিস্ট ডেভিড ম্যান। অনুষ্ঠানে দক্ষিণ এশিয়া ও বাংলাদেশের ওপর বিশেষ গুরুত্ব দিয়ে বিশ্ববাজারের সামষ্টিক (ম্যাক্রো) অর্থনৈতিক পরিবেশ সম্পর্কে আলোচনা করা হয়।
এতে প্রবৃদ্ধির ধারণা, মূদ্রাস্ফীতির প্রবণতা, সুদের হার, বৈদেশিক মুদ্রার গতিশীলতা, রপ্তানি সক্ষমতা, রেমিট্যান্স প্রবাহ, অতিরিক্ত সঞ্চয় ও ক্রেডিট মার্কেট সংক্রান্ত বিষয়েও বিস্তৃত আলোচনা হয়। এছাড়া, প্রয়োজনীয় ও ঐচ্ছিক পণ্যের মধ্যে ভোক্তাদের ব্যয়ের ধরনে পরিবর্তন ও বাইরে খাওয়া এবং ই-কমার্স ও বিলাসবহুল ভ্রমণের অভিজ্ঞতাকে প্রাধান্য দেওয়ার বিষয় আলোচনায় উঠে আসে। কিছু ক্ষেত্রে ডিজিটাল প্রযুক্তির ব্যাপক ব্যবহার এবং ভ্রমণের প্রবণতার মতো নানা বিষয়েও বক্তারা কথা বলেন।
অনুষ্ঠানে অর্থনীতিবিদ, উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানগুলোর কান্ট্রি হেড এবং মাস্টারকার্ডের পার্টনার ব্যাংক ও ফিনটেক সংস্থাগুলোর ম্যানেজিং ডিরেক্টর, চিফ এক্সিকিউটিভ অফিসার, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও সিনিয়র কর্মকর্তাবৃন্দ এবং বাংলাদেশের স্থানীয় ও বহুজাতিক সংস্থাগুলোর ম্যানেজিং ডিরেক্টর এবং চিফ এক্সিকিউটিভ অফিসাররা অংশ নেন।