মঙ্গলবার ● ১৭ জুলাই ২০১২
প্রথম পাতা » আইসিটি আপডেট » বাজার দখল বাড়াতে স্মার্টফোনের দাম কমাল নকিয়া
বাজার দখল বাড়াতে স্মার্টফোনের দাম কমাল নকিয়া
মাইক্রোসফটের সঙ্গে জোট বেঁধে স্মার্টফোন বাজারে আনে নকিয়া। তিন মাস আগে প্রতিষ্ঠানটি এনেছিল উইন্ডোজ অপারেটিং সিস্টেম চালিত স্মার্টফোন লুমিয়া৯০০। সম্প্রতি প্রতিষ্ঠানটি এ সিরিজের স্মার্টফোনটির দাম যুক্তরাষ্ট্রের বাজারে ৫০ শতাংশ কমিয়েছে। খবর রয়টার্সের।
এ বিষয়ে গত রোববার নকিয়ার যুক্তরাষ্ট্র শাখার মুখপাত্র নোয়াক কিথ বলেন, দুই বছর মেয়াদি নকিয়া লুমিয়া৯০০-এর দাম ৯৯ থেকে কমিয়ে ৪৯ দশমিক ৯৯ ডলারে আনা হয়েছে।
তবে দাম কমানোর কারণে যে অর্থ লোকসান হবে, তা কেবল নকিয়ার একার বইতে হবে না। যুক্তরাষ্ট্রের সেলফোন অপারেটররাও এটি
বহন করবে।
কিথ আরও জানান, এ দাম কমানোটা অস্বাভাবিক কিছু নয়। কিছু দিন আগে স্যামসাংও গ্যালাক্সি এস২-এর দাম কমিয়েছিল।
একসময় বিশ্বের বাজারে শীর্ষস্থানে ছিল নকিয়া। স্মার্টফোনের বাজারে দেরিতে আসার কারণে বর্তমানে এ বাজারে পিছিয়ে রয়েছে ফিনল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠানটি।
লুমিয়া৯০০ উইন্ডোজ ফোনে রয়েছে ৪ দশমিক ৩ ইঞ্চি স্ক্রিন, ১ দশমিক ৪ গিগাহার্টজের প্রসেসর, ৮ মেগাপিক্সেলের ক্যামেরা ও মাইক্রোসফটের উইন্ডোজ অপারেটিং সিস্টেম।
ব্যবসার ক্রমাবনতি হওয়ায় স্মার্টফোনের বাজার দখল বাড়াতে নকিয়া এর স্মার্টফোনটির দাম কমাল বলে ধারণা করছেন বিশ্লেষকরা। এর আগে গত মাসে প্রতিষ্ঠানটি বিশ্বব্যাপী ১০ হাজার কর্মী ছাঁটাই করেছিল। গত প্রান্তিকে প্রত্যাশার চেয়েও কম ব্যবসার কারণে ব্যয় সংকোচনে এ পদক্ষেপ নেয়া হচ্ছে বলে সে সময় নকিয়া জানিয়েছিল।
গবেষণা সংস্থা ইন্টারন্যাশনাল ডাটা করপোরেশনের তথ্য অনুযায়ী এখন স্মার্টফোন বাজারের ৬১ শতাংশ গুগলের অ্যান্ড্রয়েডের দখলে। এ ছাড়া অ্যাপলের দখলে রয়েছে ২০ শতাংশ। ১৯ জুলাই নকিয়া বছরের দ্বিতীয় প্রন্তিকের প্রতিবেদন প্রকাশ করবে। রয়টার্সের বিশ্লেষকদের তথ্য অনুযায়ী গত প্রান্তিকে নকিয়ার ক্ষতি হয়েছে ২৮ কোটি ৯০ লাখ ডলার, যা আগের প্রান্তিকে ছিল ১৫ কোটি ৬০ লাখ ডলার।