রবিবার ● ২৩ জুন ২০২৪
প্রথম পাতা » আইসিটি সংবাদ » ইউসিবি-উপায় কো-ব্র্যান্ডেড প্রিপেইড কার্ডে ক্যাশ রিওয়ার্ড
ইউসিবি-উপায় কো-ব্র্যান্ডেড প্রিপেইড কার্ডে ক্যাশ রিওয়ার্ড
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসির (ইউসিবি) সঙ্গে যৌথ উদ্যোগে এ বছর জানুয়ারিতে এমএফএস কো-ব্র্যান্ডেড প্রিপেইড কার্ড চালু করে দ্রুত বর্ধনশীল মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান উপায়। স্বাচ্ছন্দ্য নিশ্চিত করাসহ বিভিন্ন সুবিধা প্রদান করার কারণে ব্যবহারকারীদের মাঝে বিপুল জনপ্রিয়তা অর্জন করে নেয় ইউসিবি-উপায় কো-ব্র্যান্ডেড কার্ড। এরই ধারাবাহিকতায়, এ কার্ডের নতুন গ্রাহকদের জন্য আকর্ষণীয় ক্যাশ রিওয়ার্ড সুবিধা নিয়ে এসেছে উপায়। এ অফার চালু থাকবে আগামী ৩০ জুন পর্যন্ত।
এ ক্যাম্পেইনের অধীনে, ব্যবহারকারীরা ইউসিবি-উপায় কো-ব্র্যান্ডেড প্রিপেইড কার্ডটি সক্রিয় (অ্যাক্টিভেশন) করার পর কার্ডের মাধ্যমে ১০ হাজার টাকা বা তার বেশি লেনদেন করে পরপর ছয় মাসে ছয়শ টাকা পর্যন্ত ক্যাশ রিওয়ার্ড উপভোগ করতে পারবেন (এক মাসে সর্বোচ্চ ক্যাশ রিওয়ার্ড পাবেন একশ টাকা এবং ছয় মাসের সর্বমোট ক্যাশ রিওয়ার্ড পাবেন ছয়শ টাকা)। এ ক্যাশ রিওয়ার্ড ব্যবহারকারীর উপায় ওয়ালেটে যুক্ত হবে।
আগ্রহীরা উপায় অ্যাপটি ডাউনলোড করার পরে অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। এরপর, অ্যাপের মাধ্যমেই প্রিপেইড কার্ডটি পাওয়ার জন্য আবেদন করা যাবে। আবেদনের পর পাঁচশ পচাত্তর টাকা ইস্যুয়েন্স ফি প্রদান করতে হবে। সফল আবেদনের পরে, ব্যবহারকারীর ঠিকানায় কার্ডটি পৌঁছে দেয়া হবে।