মঙ্গলবার ● ১৭ জুলাই ২০১২
প্রথম পাতা » আইসিটি আপডেট » লেনোভো বিশ্বের সেরা পিসি নির্মাতা হওয়ার পথে এগিয়ে
লেনোভো বিশ্বের সেরা পিসি নির্মাতা হওয়ার পথে এগিয়ে
বিশ্বের সেরা পিসি নির্মাতা হওয়ার পথে এগিয়ে চলছে চীনা প্রতিষ্ঠান লেনোভো। চলতি বছরের শেষ নাগাদ প্রতিষ্ঠানটি যুক্তরাষ্ট্রভিত্তিক হিউলেট প্যাকার্ডকে পেছনে ফেলে শীর্ষ পিসি নির্মাতা প্রতিষ্ঠান হিসেবে উঠে আসতে পারে। রয়টার্সের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।
থিংকপ্যাডের নির্মাতা লেনোভো বেশ কয়েকটি কারণে এগিয়ে যাচ্ছে বলে জানায় রয়টার্স। এর মধ্যে রয়েছে আগ্রাসী বিপণনব্যবস্থা, তুলনামূলক কম দামে পিসি বিক্রি, দেশের বাইরে অধিগ্রহণ প্রভৃতি। তবে বিশ্লেষকরা সতর্ক করে বলেছেন, দ্রুত এ বাজারে সেরার আসনে বসার জন্য লেনোভো মুনাফা বিসর্জন দিচ্ছে। এ ছাড়া পিসির বাজারে সেরা অবস্থানে আসলেও খুব একটা লাভ হবে না। কারণ বর্তমানে বাজারে পিসির চেয়ে ট্যাবলেট ও স্মার্টফোনের চাহিদাই বেশি।
এ বিষয়ে হংকংভিত্তিক আভান্ত ক্যাপিটাল ম্যানেজমেন্টের নির্বাহী পরিচালক ফ্রেডরিক ওঙ বলেন, পিসির বাজারে শীর্ষ অবস্থানে লেনোভোর উঠে আসা কেবল সময়ের ব্যাপার। চলতি বছরই এটা ঘটতে পারে। তবে ট্যাবলেটের অত্যধিক চাহিদা লেনোভোর ওপর চাপ ফেলতে পারে।
২০১১ সালের তৃতীয় প্রান্তিকে দ্বিতীয় শীর্ষ পিসি বিক্রেতা প্রতিষ্ঠান হয় লেনোভো। এরপর গত এপ্রিল-জুন প্রান্তিকে প্রতিষ্ঠানটির বাজার দখল ছিল ১৪ দশমিক ৯ শতাংশ। এর বিপরীতে এইচপির বাজার দখল ১৫ দশমিক ৫ শতাংশ। আইডিসির গবেষণা থেকে এ তথ্য জানা যায়। তাদের তথ্য অনুযায়ী, পিসির বাজার দখলে লেনোভোর চেয়ে দশমিক ৬ শতাংশ এগিয়ে আছে এইচপি।
আরেক গবেষণা প্রতিষ্ঠান গার্টনারের প্রতিবেদন অনুযায়ী, এইচপি লেনোভোর চেয়ে মাত্র দশমিক ২ শতাংশ এগিয়ে আছে।
প্রযুক্তি খাতে ক্রমেই এগিয়ে চলছে চীনা প্রতিষ্ঠানগুলো। বর্তমানে টেলিকম যন্ত্রাংশ নির্মাতা হুয়াউয়ে এ খাতে দ্বিতীয় অবস্থানে রয়েছে। বিশ্লেষকদের আশা ছিল, ২০১১ সালে প্রতিষ্ঠানটি সুইডেনের এরিকসনকে পেছনে ফেলে দিতে পারে। কিন্তু বিশ্ববাজারের দুর্বল গতির কারণে প্রত্যাশিত লক্ষ্যমাত্রা অর্জন করতে পারেনি হুয়াউয়ে।
শীর্ষস্থানে আসার জন্য লেনোভো একে একে বিভিন্ন প্রতিষ্ঠান অধিগ্রহণ করেছে। এ কারণে প্রতিষ্ঠানটি পিসির বাজারে এত দ্রুত এগিয়েছে বলে জানান বিশ্লেষকরা। ২০০৫ সালে প্রতিষ্ঠানটি আইবিএমের পিসি ব্যবসা কিনে নেয়। এ ছাড়া গত বছর প্রতিষ্ঠানটি জার্মানির মেডিয়ন ও জাপানের এনইসির যৌথ উদ্যোগে চালু করা পিসি ব্যবসা কিনে নেয়।
এসব কারণে শেয়ারবাজারেও শক্তিশালী অবস্থানে রয়েছে লেনোভো। এ বছর এখন পর্যন্ত প্রতিষ্ঠানটির শেয়ারের দাম ১৬ শতাংশ বেড়েছে, যা পিসি নির্মাতা সবগুলো প্রতিষ্ঠানের চেয়ে বেশি।
মুনাফার দিক দিয়ে এখনো এইচপি ও ডেলের চেয়ে পেছনে লেনোভো। এ বিষয়ে আইডিসির এক গবেষক ডিকি চ্যাং বলেন, শীর্ষ পিসি বিক্রেতা হওয়ার পথে লেনোভো এগিয়ে গেলে মুনাফার দিক দিয়ে এটি এখনো পিছিয়ে।