মঙ্গলবার ● ১৭ জুলাই ২০১২
প্রথম পাতা » ডিজিটাল বাংলা » বগুড়ায় ডিজিটাল উদ্ভাবনী মেলার আজ শেষ দিন
বগুড়ায় ডিজিটাল উদ্ভাবনী মেলার আজ শেষ দিন
।। বগুড়া প্রতিনিধি ।।জেলা প্রশাসনের উদ্যোগে তিন দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা শুরু হয়েছে বগুড়ায়। গত রোববার বিকালে বগুড়া শহরের শহীদ টিটু মিলনায়তন চত্বরে মেলার উদ্বোধন করেন রাজশাহী বিভাগীয় কমিশনার আবদুল মান্নান।
মেলা উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত সচিব ও বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক ড. জ্ঞানেন্দ্র নাথ বিশ্বাস, পুলিশ সুপার মোজাম্মেল হক পিপিএম, জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন ও পৌরসভার মেয়র অ্যাডভোকেট একেএম মাহবুবর রহমান। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক সারোয়ার মাহমুদ।
মেলায় বিভিন্ন স্কুল-কলেজ, এনজিও, স্বেচ্ছাসেবী সংগঠনসহ ৪৯টি সংগঠন অংশ নিয়েছে। প্রথম দিন সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি আবদুল মান্নান বলেন, ‘ডিজিটাল সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সার্বিকভাবে কাজ করে যাচ্ছে বর্তমান সরকার। তরুণদের ডিজিটাল জ্ঞানের মধ্য দিয়ে ভবিষ্যতে আমরা ডিজিটাল জগতের সব কিছুই উদ্ভাবন করব। এমন স্বপ্ন থেকেই আমরা এগিয়ে যাচ্ছি। দেশকে সমৃদ্ধ, স্বনির্ভর করতে এবং বেকারত্ব ঘোচাতে ডিজিটাল বাংলাদেশ গড়া হচ্ছে।’ আজই মেলার শেষ দিন।