সোমবার ● ১০ জুন ২০২৪
প্রথম পাতা » আইসিটি সংবাদ » ঈদ উপলক্ষে টেকনো’র বিশেষ অফার
ঈদ উপলক্ষে টেকনো’র বিশেষ অফার
ঈদ উপলক্ষে স্মার্টফোন ব্র্যান্ড টেকনো গ্রাহকদের জন্য নিয়ে এসেছে ধামাকা অফার। টেকনো ক্যামন ৩০, স্পার্ক ২০ প্রো+, ক্যামন ২০ এবং ক্যামন ২০ প্রো ডিভাইসগুলো কেনার সময় এই অফারগুলো উপভোগ করতে পারবেন ব্যবহারকারীরা।
অফারের আওতায় স্পার্ক ২০ প্রো+ কিনলে ক্রেতারা পাবেন একটি প্রিমিয়াম ব্যাকপ্যাক। টেকনো ক্যামন ৩০ কিনলে গ্রাহকরা একটি আকর্ষণীয় গিফট প্যাকেজ পাবেন। এতে ক্যামন ৩০ ফোন কেনার পর বিক্রেতার কাছ থেকে কোড সংগ্রহ করে ২৬৯৬৯ নাম্বারে (TECNO<space>IMEI1<space>RetailCode) পাঠাতে হবে। সকল ক্রেতা নিশ্চিত একটি প্রিমিয়াম টি-শার্ট অথবা একটি স্মার্ট মগ পাবেন। কিছু সৌভাগ্যবান বিজয়ীর জন্য থাকছে বিনামূল্যে আরও একটি ক্যামন ৩০ ফোন, স্মার্টওয়াচ অথবা ট্রু-ওয়্যারলেস এয়ারবাডস (টিডব্লিউএস) জিতে নেওয়ার সুযোগ।
এছাড়া, টেকনো ফ্যানরা ঈদ উপলক্ষে নতুন দামে ক্যামন ২০ সিরিজের ফোন কেনার সুযোগ পাচ্ছেন। আগ্রহীরা এখন ক্যামন ২০ প্রো (৮ জিবি + ২৫৬ জিবি ভ্যারিয়েন্ট) কিনতে পারবেন ২১,৯৯৯ টাকায় (বাজার মূল্য ২৪,৯৯০ টাকা) এবং ক্যামন ২০ (৮ জিবি + ২৫৬ জিবি ভ্যারিয়েন্ট) পাওয়া যাচ্ছে ১৮,৯৯৯ টাকায় (বাজার মূল্য ১৯,৯৯০ টাকা)। সংবাদ বিজ্ঞপ্তি।