সোমবার ● ১০ জুন ২০২৪
প্রথম পাতা » আইসিটি সংবাদ » ভিভোর ঈদ অফার
ভিভোর ঈদ অফার
ঈদ-উল-আযহা উপলক্ষে স্মার্টফোনপ্রেমীদের দারুণ সব অফার দিচ্ছে ভিভো। এতে ভিভো ভি এবং ওয়াই সিরিজের বেশ কিছু স্মার্টফোন কিনলে ‘বাই ওয়ান গেট ওয়ান ফ্রি’ অফারসহ মিলবে বিভিন্ন উপহার। এই অফারটি চলবে ঈদ পর্যন্ত।
অফারের আওতায় ভিভো ওয়াই১৮, ওয়াই১৭এস, ওয়াই২৭এস, ওয়াই৩৬, ভি২৯ই মডেলের যেকোনো একটি স্মার্টফোন কিনলেই মিলবে উপহার। উপহার হিসেবে পাওয়া যাবে রিরো বি১০ নেকব্যান্ড, আকর্ষনীয় ছাতা, ৩০০ টাকার রিরো ভাউচার, টি-শার্ট এবং জিপি অফার।
পাশাপাশি ভিভো ভি৩০ ও ভি৩০ লাইট স্মার্টফোন ঈদ আনন্দ দ্বিগুণ করতে ভিভো দিচ্ছে ‘বাই ওয়ান গেট ওয়ান ফ্রি’ অফার। ভিভোর স্মার্টফোন ভি৩০ কিনলে উপহার হিসেবে পাবেন রিরো ওয়াচ ডব্লিউ১ প্রো। আর ভি৩০ লাইট কিনলে ঈদ উপহার হিসেবে পাওয়া যাবে রিরো টিডব্লিউএস ওয়ারলেস এয়ারফোন এল১৩। সংবাদ বিজ্ঞপ্তি।