রবিবার ● ৯ জুন ২০২৪
প্রথম পাতা » আইসিটি সংবাদ » ঈদে অনার স্মার্টফোনে ক্যাশব্যাক ও ফ্রি ইন্টারনেট
ঈদে অনার স্মার্টফোনে ক্যাশব্যাক ও ফ্রি ইন্টারনেট
স্মার্টফোন ব্র্যান্ড অনার ঈদুল আজহা’র খুশি আরও বাড়িয়ে দিতে গ্রাহকদের জন্য নিয়ে এসেছে ক্যাশব্যাক অফার। অনারের নির্দিষ্ট মডেলের স্মার্টফোন কিনলে জিতে নিতে পারেন আকর্ষণীয় গিফট অথবা নগদ অর্থ সহ ক্যাশব্যাক। আরও রয়েছে নির্দিষ্ট পণ্যে ০% ইএমআই সুবিধাসহ গ্রামীনফোন, রবি ও এয়ারটেল গ্রাহকদের জন্য ফ্রি ইন্টারনেট।
ক্যাম্পেইনটি চলবে পুরো জুন মাসজুড়ে। ক্যাম্পেইনে অনারের ম্যাজিক ভি২, এক্স৯বি, ৯০লাইট, এক্স৮বি, এক্স৭বি, এক্স৬এ এবং এক্স৫প্লাস স্মার্টফোনগুলো কিনলেই কেবল এই পুরস্কার পাওয়া যাবে। সংবাদ বিজ্ঞপ্তি।