শুক্রবার ● ৭ জুন ২০২৪
প্রথম পাতা » আইসিটি সংবাদ » বাজারে রিয়েলমি’র নতুন স্মার্টফোন সি৬৩
বাজারে রিয়েলমি’র নতুন স্মার্টফোন সি৬৩
স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি বাজারে নিয়ে এসেছে নতুন স্মার্টফোন রিয়েলমি সি৬৩। ডিভাইসটিতে রয়েছে ৪৫ ওয়াট ফাস্ট চার্জ ফিচার সমৃদ্ধ ৫০০০ এমএএইচ ব্যাটারি। ফোনটি টিইউভি রেইনল্যান্ড সেফ ফাস্ট-চার্জ সিস্টেম সার্টিফিকেশন অর্জন করেছে; এই সার্টিফিকেশন চার্জিং প্রক্রিয়ার নিরাপত্তার গ্যারান্টি দেয়। স্মার্টফোনটিতে ভিন্নমাত্রা যোগ করেছে এর ভেগান লেদার ব্যাক কভার। পূর্বে ফ্ল্যাগশিপ স্মার্টফোনগুলোর ক্ষেত্রে এটি ব্যবহার করা হতো।
ডিভাইসটিতে আরো রয়েছে এয়ার জেসচারস এবং রেইন ওয়াটার স্মার্ট টাচ ফিচার। এয়ার জেসচার এর মাধ্যমে ইউজাররা হাতে স্পর্শ না করেই খাওয়া-দাওয়া, শরীরচর্চা, রান্না-বান্না ইত্যাদি কাজের সময় ভিডিও দেখা বা কল এর উত্তর দিতে পারবেন। রেইনওয়াটার স্মার্ট টাচ যেকোনো বৃষ্টিস্নাত পরিস্থিতি অথবা শাওয়ার নেওয়ার সময় স্মার্টফোনের নির্বিঘœ ব্যবহার নিশ্চিত করবে। অক্টা-কোর চিপ সমৃদ্ধ এই ডিভাইসে আরো রয়েছে ‘রিয়েলমি ইউআই ১৪’ এর লেটেস্ট ভার্সন। স্মার্টফোনটি লেদার ব্লু ও জেড গ্রিন এই দুটি কালারে পাওয়া যাচ্ছে। এর ৬ জিবি + ১২৮ জিবি ভার্সন এর মূল্য মাত্র ১৬,৯৯৯ টাকা এবং ৮ জিবি + ১২৮ জিবি ভার্সন এর মূল্য ১৮,৯৯৯ টাকা। সংবাদ বিজ্ঞপ্তি।