শুক্রবার ● ৭ জুন ২০২৪
প্রথম পাতা » আইসিটি সংবাদ » স্মার্ট মিটার সংযোগ বাড়াতে একসঙ্গে কাজ করবে বাংলালিংক ও নেসকো
স্মার্ট মিটার সংযোগ বাড়াতে একসঙ্গে কাজ করবে বাংলালিংক ও নেসকো
ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংক, নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি (নেসকো) পিএলসি-এর সাথে একটি দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষর করেছে। এই চুক্তির ফলে রাজশাহী ও রংপুর বিভাগে বিদু্যৃৎ সঞ্চালনের দায়িত্বে থাকা রাষ্ট্রীয় মালিকানাধীন কোম্পানিটি বাংলালিংকের ফোর-জি ইন্টারনেট সংযোগ ও ডিজিটাল সেবা পাবে। নেসকো-এর রাজশাহী কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে বাংলালিংকের এন্টারপ্রাইজ বিজনেস ডিরেক্টর রুবাইয়াত এ তানজিম ও নেসকোর ডিজিএম (আইসিটি অপারেশন ও অটোমেশন) মোঃ শামীম-আল-মামুন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই চুক্তিতে স্বাক্ষর করেন।
বাংলালিংকের হেড অফ স্ট্র্যাটেজিক বিজনেস (এন্টারপ্রাইজ বিজনেস) এসএম সামসুর রহমান, নেসকো’র ম্যানেজার (ডিসি, ডিআর ও অবকাঠামো), অফিস অফ ডিজিএম (আইসিটি ও অটোমেশন), আবু সায়েম মোহাম্মদ সাদ সহ উভয় প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তাগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি।