শনিবার ● ১ জুন ২০২৪
প্রথম পাতা » আইসিটি সংবাদ » বাজারে নতুন স্মার্টফোন আইটেল এস২৪
বাজারে নতুন স্মার্টফোন আইটেল এস২৪
স্মার্টফোন ব্র্যান্ড আইটেল সম্প্রতি বাংলাদেশের বাজারে উন্মোচন করেছে তাদের নতুন আরও একটি স্মার্টফোন আইটেল এস২৪। নতুন এই স্মার্টফোনে রয়েছে ১০৮ মেগাপিক্সেল ক্যামেরা, শক্তিশালী হেলিও জি৯১ প্রসেসর এবং কালার চেইঞ্জিং প্রযুক্তিসহ বিভিন্ন ইনোভেটিভ ফিচার।
‘আল্ট্রা ক্লিয়ার ক্যামেরা’ ট্যাগলাইনে আসা আইটেল এস২৪ এ ন্যানো পিক্সেল প্লাস প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। স্মার্টফোনটিতে রয়েছে ৩ এক্স ইন-সেন্সর জুম, মিডিয়াটেক হেলিও জি৯১ প্রসেসর, ১২৮ জিবি স্টোরেজ এবং ১৬ জিবি র্যাম (৮জিবি র্যাম + ৮ জিবি মেমরি ফিউশন)।
স্মার্টফোনটির একটি বিশেষ বৈশিষ্ট্য হলো কালার চেইঞ্জিং প্রযুক্তি যা রোদের আলো বা ইউভি লাইটের সংস্পর্শে এলে ফোনটির কালার চেইঞ্জ করবে। আইটেল এস২৪ দুইটি রঙে বাজারে এসেছে একটি হলো ডউন হোয়াইট এবং অন্যটি স্ট্যারি ব্ল্যাক এর মধ্যে ডউন হোয়াইট ভ্যারিয়েন্ট কালার চেইঞ্জিং প্রযুক্তি সম্বলিত। মাল্টিমিডিয়াতে ভালো অভিজ্ঞতা দিতে এই ফোনে রয়েছে ডুয়াল ডিটিএস স্টেরিও স্পিকার পাশাপাশি ৯০ হার্জ ৬.৬ ইঞ্চি পাঞ্চ-হোল ডিসপ্লে। এতে ৫০০০ এমএএইচ ব্যাটারি ১৮ ওয়াট ফাস্ট চার্জিং, এআই স্মার্ট চার্জ এবং বাইপাস চার্জিং সুবিধা রয়েছে। নিরাপত্তার জন্য সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে। এছাড়া ফোন ব্যবহারের অভিজ্ঞতা আরও উন্নত করতে রয়েছে এনএফসি সাপোর্ট।
আই স্মার্ট ইউ টেকনোলজি বিডি লিমিটেডের সিইও রেজওয়ানুল হক ফোনটি সম্পর্কে জানান, আইটেল সাশ্রয়ী মূল্যে হাই কোয়ালিটির পণ্য সরবরাহ করতে প্রতিশ্রুতিবদ্ধ। এই প্রতিশ্রুতির সাথে সামঞ্জস্য রেখে, আইটেল এস২৪ লঞ্চ করা হয়েছে এবং এটি বাংলাদেশের গ্রাহকদের কাছে ব্যাপক জনপ্রিয়তা পাবে বলে আশা করা হচ্ছে। স্মার্টফোনটির দাম ১৩ হাজার ৯৯০ টাকা (ভ্যাট প্রযোজ্য)। সংবাদ বিজ্ঞপ্তি।