বৃহস্পতিবার ● ৩০ মে ২০২৪
প্রথম পাতা » আইসিটি সংবাদ » ড্যাফোডিল ইউনিভার্সিটিতে মাল্টিমিডিয়া এআই হ্যাকাথন
ড্যাফোডিল ইউনিভার্সিটিতে মাল্টিমিডিয়া এআই হ্যাকাথন
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি অনুষদের অধীনে মাল্টিমিডিয়া অ্যান্ড ক্রিয়েটিভ টেকনোলজি (এমসিটি) বিভাগ সম্প্রতি মাল্টিমিডিয়া এআই হ্যাকাথন আয়োজন করেছে। প্রাথমিকভাবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) ভিত্তিক ইমেজ জেনারেশন, থ্রিডি মডেলিং, টুডি/থ্রিডি অ্যানিমেশন এবং গেম ডেভেলপমেন্ট এই চারটি বিভাগে ৮৩০টি প্রজেক্ট জমা পড়ে। এর মধ্যে থেকে জুরি বোর্ড চূড়ান্ত রাউন্ডের জন্য ২৩টি প্রকল্প নির্বাচন করেন।
চূড়ান্ত রাউন্ডের প্রকল্প উপস্থাপন এবং পুরষ্কার প্রদান অনুষ্ঠানে অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন আইসিটি বিভাগের ডিইআইইডিপি’র প্রকল্প পরিচালক আবুল ফাতাহ মোঃ বালিগুর রহমান, আইসিটি বিভাগের পরামর্শক রানা মশিউর, এস এম বনিন, এসডিএমজিএ প্রকল্পের মাল্টিমিডিয়া এবং অ্যানিমেশন কনসালটেন্ট এস এ মামুন। শিল্প প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন এনডিই ইনফ্রাটেকের প্রকল্প পরিচালক তাইহিদুল ইসলাম, পার্কি র্যাবিটের ব্যবস্থাপনা পরিচালক নাফীস খবির, ইউনিভার্স সফট কেয়ারের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা ইঞ্জি. নুরুল ইসলাম নাহিদ।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ড. মোঃ সবুর খান, বিশ^বিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এম. লুৎফর রহমান, উপ-উপাচার্য প্রফেসর ড. এস. এম. মাহবুব উল হক মজুমদার, বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি অনুষদের ডীন প্রফেসর ড. সৈয়দ আকতার হোসেন, ফ্যাকাল্টি অফ গ্র্যাজুয়েট স্টাডিজ এর ডিন অধ্যাপক ডঃ মোঃ কবিরুল ইসলাম, বিশ্বদ্যিালয়ের প্রক্টর ডঃ শেখ মুহাম্মদ আল্ল্যাইয়ায়ার, মাল্টিমিডিয়া অ্যান্ড ক্রিয়েটিভ টেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান মোঃ সালাহ উদ্দিন প্রমুখ।
জুরি বোর্ড ১৫টি প্রকল্পকে পুরস্কারের জন্য মনোনীত করে। প্রতিটি বিভাগে চ্যাম্পিয়ন, ১ম রানার-আপ এবং ২য় রানার-আপকে পুরস্কৃত করা হয়। সেই সাথে এআই-ভিত্তিক টুডি/ থ্রিডি অ্যানিমেশন বিভাগে তিনটি বিশেষ পুরস্কার প্রদান করা হয়।