বুধবার ● ২৯ মে ২০২৪
প্রথম পাতা » আইসিটি সংবাদ » সাইবেলের সাইবার নিরাপত্তা সম্মননা পেল ইজেনারেশন
সাইবেলের সাইবার নিরাপত্তা সম্মননা পেল ইজেনারেশন
ডিজিটাল নিরাপত্তায় সেবায় অনবদ্য অবদান রাখার জন্য দেশের সিস্টেম ইন্টিগ্রেশন প্রতিষ্ঠান ইজেনারেশন পিএলসিকে পর পর দুইবার সম্মাননা প্রদান করলো শীর্ষস্থানীয় থ্রেট ইন্টেলিজেন্স এবং ডিজিটাল ঝুঁকি ব্যবস্থাপনা সেবা প্রদানকারী সিলিকনভ্যালি ভিত্তিক প্রতিষ্ঠান সাইবেল। সম্প্রতি থাইল্যান্ডে অনুষ্ঠিত সাইবেল পার্টনার ইভেন্ট গ্রোকন ২.০ এ প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী বিনু অরোরা ইজেনারেশনের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক শামীম আহসান এর হাতে এ স্বীকৃতি তুলে দেন।
সাইবেলের প্রধান নির্বাহী বিনু অরোরা বলেন, ডার্ক ওয়েব মনিটরিং, থ্রেট ইন্টেলিজেন্স, অ্যাটাচ সারফেস মনিটরিং এবং ব্র্যান্ড মনিটরিং এর মত সলিউশন সাশ্রয়ী মূল্যে প্রদানের একটি একক প্ল্যাটফর্ম এর ব্যবস্থা করায় সাইবার সিকিউরিটি সেবা গ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর জন্য সাইবেল একটি গেম চেঞ্জার হিসাবে পরিগণিত হয়েছে। এই পরিষেবাগুলোকে একটি প্ল্যাটফর্মে একীভূত করায় কেবল গ্রাহকদের কার্যক্রম সহজসাধ্য হয়েছে তাই নয়, বরং পরিচালন দক্ষতাও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। ইজেনারেশন ও সাইবেল এর পার্টনারশিপ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমরা সাইবার নিরাপত্তায় যৌথভাবে বাংলাদেশি প্রতিষ্ঠানসমূহে বিনিয়োগ করছি ও প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করে যাচ্ছি।
সম্মাননা গ্রহণের পর শামীম আহসান বলেন, ইজেনারেশন সাইবার নিরাপত্তার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করছে এবং ইতিমধ্যে বিভিন্ন প্রতিষ্ঠানকে ডার্ক ওয়েব মনিটরিং, থ্রেট ইন্টেলিজেন্স, ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট এবং পেনেট্রেশন টেস্টিং, ইনসিডেন্ট রেসপন্স, ফিশিং প্রোটেকশন, সিকিউরিটি অ্যাওয়ারনেস ট্রেনিং, সাইবার সিকিউরিটি কনসালটেশন, এসইএম সলিউশন (সিকিউরিটি ইনফরমেশন এবং ইভেন্ট ম্যানেজমেন্ট), থ্রেট হান্টিং, ডেটা লিক প্রিভেনশন, ব্র্যান্ড মনিটরিং সলিউশন ইত্যাদি সার্ভিস প্রদান করেছে এবং সামনের দিনগুলোতেও আমাদের এই যাত্রা অব্যাহত থাকবে।