সর্বশেষ সংবাদ
ঢাকা, জানুয়ারী ১১, ২০২৫, ২৮ পৌষ ১৪৩১
ICT NEWS (আইসিটি নিউজ) | Online Newspaper of Bangladesh |
বুধবার ● ২৯ মে ২০২৪
প্রথম পাতা » আইসিটি সংবাদ » কমিউনিটি গাইডলাইনে নতুন ফিচার যুক্ত করলো টিকটক
প্রথম পাতা » আইসিটি সংবাদ » কমিউনিটি গাইডলাইনে নতুন ফিচার যুক্ত করলো টিকটক
১৬৪ বার পঠিত
বুধবার ● ২৯ মে ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কমিউনিটি গাইডলাইনে নতুন ফিচার যুক্ত করলো টিকটক

---ক্রিয়েটর এবং গ্লোবাল কমিউনিটির জন্য টিকটক প্ল্যাটফর্ম আরও নিরাপদ ও আনন্দদায়ক করার লক্ষ্যে কমিউনিটি গাইডলাইন আপডেট ঘোষণা করেছে। নতুন কিছু ফিচারের বিষয় উঠে এসেছে এই গাইডলাইনে। গত ১৭ মে থেকে এটি কার্যকর হয়েছে। টিকটকের পলিসি বুঝতে আরও সুস্পষ্ট সংজ্ঞা, নতুন ফিচার এবং অ্যাকাউন্টের অবস্থা পর্যবেক্ষণ করার জন্য নতুন টুলস সম্পর্কে বলা হয়েছে এই আপডেটগুলোতে।

প্ল্যাটফর্মে বিদ্বেষমূলক বক্তব্য, স্বাস্থ্য সম্পর্কিত ভুল তথ্য, কনটেন্ট মডারেশন নিয়ে পলিসিগুলো সম্পর্কে আরও স্পষ্ট ব্যাখ্যা এবং তথ্য প্রদানের জন্য টিকটক এবারের কমিউনিটি গাইডলাইনগুলো আপডেট করেছে। এই আপডেটগুলোর মাধ্যমে টিকটকের নিয়মাবলী সম্পর্কে ইউজাররা জানতে পারবে।

টিকটকের ফর ইউ ফিডে নিরাপত্তা নিশ্চিত করতে, কনটেন্টের যোগ্যতার নতুন মানদ- নির্ধারণ করা হয়েছে। এই মানদ-গুলো লঙ্ঘন করে ক্রিয়েটররা বারবার কনটেন্ট পোস্ট করলে তাদের অ্যাকাউন্টগুলো ফর ইউ ফিডে রিকমেন্ড করার জন্য সাময়িকভাবে অযোগ্য থাকবে। পাশাপাশি, তাদের কনটেন্টগুলো সার্চ রেজাল্টেও কম দৃশ্যমান হবে। তবে, এর জন্য ক্রিয়েটররা নোটিফিকেশন পাবেন এবং এর জন্য আপিল করার সুযোগ পাবেন।

এছাড়া, টিকটক একটি সতর্কতা সংবলিত নির্দেশ ব্যবস্থা বা স্ট্রাইক সিস্টেম চালু করেছে। যখন কোনো ক্রিয়েটর প্রথমবার কমিউনিটি গাইডলাইন লঙ্ঘন করবে, তখন তারা একটি সতর্ক বার্তা পাবেন। এক্ষেত্রে তাদের অ্যাকাউন্ট স্ট্রাইক তালিকার মধ্যে যুক্ত করা হবে না। তবে, পরবর্তীতে ভবিষ্যতের লঙ্ঘনগুলো ট্র্যাক করা হবে এবং সেই অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

ক্রিয়েটরদের আরও সহযোগিতা করার জন্য, ‘অ্যাকাউন্ট চেক’ নামে একটি নতুন ফিচার চালু করছে টিকটক। এই টুলটির মাধ্যমে ক্রিয়েটররা তাদের অ্যাকাউন্ট এবং সাম্প্রতিক পোস্টগুলো অডিট করতে পারবে। এছাড়া, এর মাধ্যমে প্ল্যাটফর্মে তাদের অবস্থানের একটি সুস্পষ্ট ওভারভিউ পাবেন। গাইডলাইন লঙ্ঘনের কারণে কমেন্ট বা ডিরেক্ট মেসেজের মতো ফিচারগুলোর উপর ‘অ্যাকাউন্ট চেক’ যে কোনো ধরনের বিধিনিষেধ নির্দেশ করবে এবং ‘ফর ইউ’ ফিড থেকে সরানো বা রেস্ট্রিকটেড কনটেন্টগুলো হাইলাইট করবে।

এছাড়াও, টিকটক চালু করছে ‘টিকটক ক্রিয়েটর কোড অফ কনডাক্ট’। যে ক্রিয়েটররা টিকটক প্রোগ্রাম, ফিচার, ইভেন্ট এবং ক্যাম্পেইনে অংশগ্রহণ করে থাকে তাদের জন্য এটি একটি মানদন্ডস্বরূপ। খুব দ্রুতই সামনে এই কোডগুলো প্রয়োগ করা হবে।



আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
ভিভো এক্স২০০ এর নজর কাড়া পাঁচ দিক
উবার ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা ২০২৫ এর অফিসিয়াল মোবিলিটি পার্টনার
ইনফিনিক্স নোট ৪০এস এর সাথে বিনামূল্যে ওয়্যারলেস চার্জার
রিয়েলমি সি৭৫ এর কার্যক্ষমতা দেখলো বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা
বাজারে এআই সুবিধাযুক্ত স্যামসাংয়ের ‘নিও কিউএলইডি ৮কে’ টিভি
ফুডপ্যান্ডা ও সিপি ফাইভ স্টারের মধ্যে চুক্তি
এআই-ভিত্তিক চ্যাট ইঞ্জিন আনল বাংলালিংক
রিয়াদে ইউএনসিসিডি ‘সিওপি-১৬’ সম্মেলনে প্রিয়শপ
সর্বোচ্চ পারফর্মেন্সের মাইলফলক অর্জন করেছে ক্যাসপারস্কি
সেমিকন্ডাক্টর খাতের বিকাশে টাস্কফোর্স গঠন