বুধবার ● ২৯ মে ২০২৪
প্রথম পাতা » আইসিটি সংবাদ » প্রযুক্তি শিক্ষার্থীদের পেশাগত উন্নয়নে ইন্ডাস্ট্রি-একাডেমিয়া সহযোগিতা বিষয়ক গোলটেবিল আলোচনা অনুষ্ঠিত
প্রযুক্তি শিক্ষার্থীদের পেশাগত উন্নয়নে ইন্ডাস্ট্রি-একাডেমিয়া সহযোগিতা বিষয়ক গোলটেবিল আলোচনা অনুষ্ঠিত
বাংলাদেশ ইনোভেশন ফোরাম এবং বুয়েট সিএসই ডিপার্টমেন্টের ই-এসআর ডিল্যাবের যৌথ উদ্যোগে সম্প্রতি বুয়েট ইসিই ভবনে “সিএসই/আইটি শিক্ষার্থীদের পেশাগত উন্নয়নের জন্য সফটওয়্যার ইন্ডাস্ট্রি-একাডেমিয়া সহযোগিতা” শীর্ষক একটি গোলটেবিল আলোচনা অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানের মূল লক্ষ্য ছিল ইন্ডাস্ট্রি এবং একাডেমিয়ার মধ্যে একটি শক্তিশালী সংযোগ স্থাপন করা, যা শিক্ষার্থীদের পেশাগত উন্নয়নে সহায়ক হবে। গোলটেবিল আলোচনায় ইন্ডাস্ট্রি থেকে প্রায় ২০ জন এবং একাডেমিয়া থেকে ৭ জন বিশেষজ্ঞ উপস্থিত ছিলেন।
আলোচনায় শিল্প ও একাডেমিয়ার সহযোগিতার গুরুত্ব, বর্তমান অবস্থা পর্যালোচনা, সহযোগিতার ক্ষেত্র সমূহ, পেশাগত উন্নয়ন, এবং পাঠদানের কৌশল ইত্যাদি বিষয়গুলো নিয়ে আলোচনা হয়।
আয়োজনটিতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, বুয়েট সিএসই বিভাগের অধ্যাপক ডঃ আবু সাঈদ মোঃ লতিফুল হক। এছাড়াও অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এম রাশিদুল হাসান, প্রাইডিসিস আইটি লিমিটেডের প্রতিষ্ঠাতা ও সিইও মনোয়ার ইকবাল, বেস্ট বিজনেস বন্ড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক উত্তম কুমার পাল, বুয়েট সিএসই বিভাগের অধ্যাপক ড. এ. বি. এম. আলিম আল ইসলাম, এলসিটি সলিউশন সেন্টারের চিফ অপারেটিং অফিসার সৈয়দা নওশাদ জাহান প্রমি, সফটবিডি লিমিটেডের চেয়ারম্যান আতিকুল ইসলাম খান, ইস্টওয়েস্ট ইউনিভার্সিটি কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক চেয়ারপারসন ড. মাহিন ইসলাম, বাগস বিডি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক দেলোয়ার আলম, ডায়নামিক সলিউশন ইনোভেটরস লিমিটেডের চেয়ারম্যান মোজাহেদুল হক আবুল হাসনাত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের অধ্যাপক ড. মোসাদ্দেক হোসেন তুষার, ইনফোক্র্যাট সলিউশন লিমিটেডের সিইও জাকারিয়া মানিক, টেকটেরেন আইটি লিমিটেডের চেয়ারম্যান আনিসুল হক ভূইয়া, ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিক সিএসই বিভাগের প্রধান ও সহযোগী অধ্যাপক শাহ মুর্তজা রশিদ আল মাসুদ ও পাস টেকনোলজি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোঃ জাফর ইকবাল, মাইসফট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোঃ মঞ্জুরুল হক, বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস (বিইউপি) সিএসই বিভাগের চেয়ারম্যান কর্নেল এস এম সাইফুল ইসলাম, ডাটাসফট ম্যানুফ্যাকচারিং অ্যান্ড অ্যাসেম্বলি ইনক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রতন হাসান রহমান, ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা ও সিইও মনির হোসেন, ড্রিমার্জ ল্যাব লিমিটেডের সিইও ও ব্যবস্থাপনা পরিচালক তানভীর হোসেন খান, বুয়েটের প্রফেসর এবং রাইজ এর ডিরেক্টর প্রফেসর ড. মুহাম্মদ আনিসুজ্জামান তালুকদার। আয়োজনটি পরিচালনা করেন বাংলাদেশ ইনোভেশন ফোরামের প্রেসিডেন্ট ও ই-সফট এর সিইও আরিফুল হাসান অপু।
আলোচনার বিষয়বস্তুর মধ্যে ছিল শিল্প-একাডেমিয়া সহযোগিতার বর্তমান অবস্থা, বর্তমান সময়ে শিল্প ও একাডেমিয়ার মধ্যে বিদ্যমান সহযোগিতার ধরন ও অবস্থা পর্যালোচনা এবং শিক্ষার্থীদের বাস্তবমুখী প্রশিক্ষণ ও ইন্টার্নশিপের সুযোগ।
আয়োজনটিতে সহযোগীতায় ছিলো ই-এসআর ডিল্যাবের ভার্চুয়াল ইন্টার্নশীপ এবং এইচবি এভিয়েশন আন্ড ট্যুরিজম ইন্সটিটউট।