বৃহস্পতিবার ● ২৩ মে ২০২৪
প্রথম পাতা » আইসিটি সংবাদ » দেশের বাজারে বয়া’র নতুন ওয়ারলেস মাইক্রোফোন
দেশের বাজারে বয়া’র নতুন ওয়ারলেস মাইক্রোফোন
বয়া বাংলাদেশ এর অথরাইজড ডিস্ট্রিবিউটর গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেড সম্প্রতি দেশের বাজারে নিয়ে এলো নতুন অল ইন ওয়ান ওয়ারলেস মাইক্রোফোন ‘বয়ামাইক’। ডুয়াল ট্রান্সমিটার এবং একটি ওলেড ডিসপ্লের রিসিভার সহ এই মাইক্রোফোনের সাথেই দেওয়া আছে ইউএসবি টাইপ-সি, ইউএসবি লাইটনিং এডাপ্টার এবং ৩.৫ মিমি. এর টিআরএস কানেক্টর কেবল। যার সাহায্যে মাইক্রোফোনটিকে ব্যবহার করা যায় যেকোনো মোবাইল, ল্যাপটপ, ট্যাবলেট, ক্যামেরার মতো ডিভাইসেই।
মাইক্রোফোনটির বিশেষ বৈশিষ্ট্য হল এটির ট্রান্সমিশন রেঞ্জ ২০০ মিটার পর্যন্ত। ব্যবহারকারীর সর্বোচ্চ সুবিধা নিশ্চিত করতে ডিভাইসটিতে দেওয়া হয়েছে ৮ জিবি ইন্টারনাল অন বোর্ড মেমোরি যাতে ১৫ ঘণ্টা পর্যন্ত রেকর্ডিং সম্ভব। বয়ামাইক এ একবার চার্জে ১১ ঘণ্টা পর্যন্ত রেকর্ডিং করা যায়, আর এর চার্জিং কেসটি এক্ষেত্রে অতিরিক্ত সুবিধা প্রদান করে থাকে। এর ৩.৫ মিমি এর টিআরএস ডিভাইসটি ৪৮ কিলোহার্জ/২৪ বিট রেজ্যুলেশনে রেকর্ডিং স্টুডিওর মত ক্লিয়ার সাউন্ড প্রদান করতে সক্ষম। এই ডিভাইসটির বিশেষ নয়েজ কান্সেলেশন ফিচার আরও ক্লিয়ার অডিও অউটপুট নিশ্চিত করে।
মাইক্রোফোনটির খুচরা মূল্য ১৭৯৯৯ টাকা। সাথে থাকছে ২ বছরের অথরাইজড ব্র্যান্ড ওয়ারেন্টি। সংবাদ বিজ্ঞপ্তি।