সোমবার ● ২০ মে ২০২৪
প্রথম পাতা » আইসিটি সংবাদ » বাংলাদেশ এআই অলিম্পিয়াডের পার্টনার হলো ইজেনারেশন
বাংলাদেশ এআই অলিম্পিয়াডের পার্টনার হলো ইজেনারেশন
বাংলাদেশের তরুণদের মাঝে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিষয়ক শিক্ষা ও উদ্ভাবনকে প্রসারিত করতে বাংলাদেশ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অলিম্পিয়াড (বিডিএআইও) এর সাথে কাজ করবে ইজেনারেশন। বাংলাদেশ ওপেন-সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন) এর আয়োজনে উক্ত অলিম্পিয়াডের ‘এআই ইনোভেশন পার্টনার’ হয়েছে ইজেনারেশন।
চলতি বছরের ৯-১৫ আগস্ট বুলগেরিয়াতে ইন্টারন্যাশনাল অলিম্পিয়াড ইন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (আইওএআই) অনুষ্ঠিত হবে, যেখানে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের মাধ্যমিক স্কুলের মেধাবী শিক্ষার্থীরা অংশ নেবে। এই আয়োজনের উদ্দেশ্য হলো, পরবর্তী প্রজন্মের এআই পথিকৃৎদের কাছে এআই’র বাস্তবতা তুলে ধরা ও উদ্ভাবনী শক্তিকে জাগ্রত করা।
ইজেনারেশন পিএলসির ব্যবস্থাপনা পরিচালক শামীম আহসান বলেন, ওপেনএআই এর চ্যাটজিপিটি ৪.০ এবং গুগলের জেমিনি ফ্ল্যাশ ১.৫ এর মতো প্রযুক্তির এই যুগে বাংলাদেশের নতুন প্রজন্মকে কৃত্রিম বুদ্ধিমত্তা এর উপর দক্ষতাসম্পন্ন করা অত্যাবশ্যক। স্থানীয় ও আন্তর্জাতিক পর্যায়ে এআই প্রকল্পে বিস্তর কাজ করার অভিজ্ঞতা রয়েছে ইজেনারেশনের। এই অংশীদারিত্ব বাংলাদেশের তরুণদের মাঝে কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক শিক্ষা ও উদ্ভাবনকে প্রসারিত করতে অগ্রণী ভূমিকা পালন করবে। ইজেনারেশন বাংলাদেশের তরুণদেরকে এআইতে পরবর্তী নেতৃত্ব হিসেবে প্রতিষ্ঠিত করতে অঙ্গীকারবদ্ধ।
বাংলাদেশ ওপেন-সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন) এর সাধারণ সম্পাদক মুনির হাসান বলেন, বাংলাদেশ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অলিম্পিয়াডের অংশীদার হিসেবে ইজেনারেশনকে পেয়ে আমরা আনন্দিত। এই অংশীদারিত্ব তরুণ মেধাবীদের উন্নয়ন এবং দেশে তথ্যপ্রযুক্তির অগ্রযাত্রাকে ত্বরান্বিত করতে আমাদের আগ্রহের বহিঃপ্রকাশ। আমরা যৌথভাবে আমাদের পরবর্তী প্রজন্মের এআই নেতৃত্বকারীদের উৎসাহ দিতে এবং তাদের অগ্রযাত্রায় অবদান রাখতে পেরে আনন্দিত।