সর্বশেষ সংবাদ
ঢাকা, মার্চ ১৯, ২০২৫, ৪ চৈত্র ১৪৩১
ICT NEWS (আইসিটি নিউজ) | Online Newspaper of Bangladesh |
বৃহস্পতিবার ● ১৬ মে ২০২৪
প্রথম পাতা » আইসিটি সংবাদ » টেলকো বীমা দাবি নিষ্পত্তি করলো বাংলালিংক ও গার্ডিয়ান
প্রথম পাতা » আইসিটি সংবাদ » টেলকো বীমা দাবি নিষ্পত্তি করলো বাংলালিংক ও গার্ডিয়ান
২৪১ বার পঠিত
বৃহস্পতিবার ● ১৬ মে ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

টেলকো বীমা দাবি নিষ্পত্তি করলো বাংলালিংক ও গার্ডিয়ান

---ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংক, প্রথম বারের মতো বীমা দাবি নিষ্পত্তি করেছে। বাংলালিংকের একজন বিটুবি (বিজনেস টু বিজনেস) গ্রাহকের কাছে বীমা দাবির টাকা তুলে দেয়ার মাধ্যমে এই খাতে নতুন সেবার দিগন্ত উন্মোচিত হয়েছে।

কক্সবাজারের একজন বিটুবি গ্রাহকের মৃত্যুর পর তার স্ত্রীর পক্ষ থেকে এক লক্ষ ষাট হাজার টাকার বীমা দাবি করা হয়েছিল। গ্রাহক বাংলালিংকের ২৫১ টাকার বান্ডেল ক্রয় করেছিলেন, যার আওতায় টকটাইম, মোবাইল ডাটা ও গার্ডিয়ান লাইফ ইন্সুরেন্স-এর ইন্সুরেন্স কভারেজ ছিলো।

গ্রাহকের দুর্ভাগ্যজনক মৃত্যুর পর নমিনি বীমা দাবি নিয়ে আসেন। দাবিটির তদন্ত কার্যক্রম অত্যন্ত দ্রুততার সাথে সম্পন্ন করে  নমিনিকে দাবিকৃত পূর্ণ টাকা হস্তান্তর করা হয়।

বাংলালিংক-এর টেলিফোনি বান্ডেলগুলোতে বিটুবি গ্রাহকদের সুরক্ষার জন্য বীমা সুবিধা যুক্ত করা হয়েছে। ২৫১ টাকার বান্ডেলে ২০০ মিনিট, ৪ জিবি মোবাইল ডাটা, ২ জিবি টফি ডাটার পাশপাশি দুর্ঘটনাজনিত মৃত্যুর ক্ষেত্রে এক লক্ষ ষাট হাজার টাকা ও স্বাভাবিক মৃত্যুর ক্ষেত্রে ষাট হাজার টাকা ইন্সুরেন্স কভারেজ রয়েছে। এছাড়াও রয়েছে মাইবিএল অ্যাপের মাধ্যমে ডাক্তারের পরামর্শ নেওয়ার সুযোগ।

১৫১ টাকার বান্ডেলের ক্ষেত্রে রয়েছে ১০০ মিনিট, ২ জিবি মোবাইল ডাটা, ১ জিবি টফি ডাটার পাশাপাশি  দুর্ঘটনাজনিত মৃত্যুর ক্ষেত্রে ১ লক্ষ টাকা ও স্বাভাবিক মৃত্যুর ক্ষেত্রে পঞ্চাশ হাজার টাকা ইন্সুরেন্স কভারেজ।

উভয় বান্ডেল ক্রয়ে ৩ হাজার টাকার হাসপাতাল বিল কভারেজ ও গার্ডিয়ান লাইফ ইন্সুরেন্স-এর চুক্তিবদ্ধ ৩৫০ টি হাসপাতালে সেবা গ্রহণের ক্ষেত্রে রয়েছে ৫০% পর্যন্ত  ছাড়।

বাংলালিংক-এর কমার্শিয়াল ট্রান্সফর্মেশন ও বিটুবি মার্কেটিং ডিরেক্টর মুহাম্মদ আব্দুল হাই বলেন, বাংলালিংক অফারের মাধ্যমে গ্রাহককে ইন্সুরেন্স বিষয়ে সচেতন করতে ও  গ্রাহকের নিজের ও পরিবারের সদস্যদের সুস্বাস্থ্য ও অর্থনৈতিক নিরাপত্তার জন্য সহজে বীমা সেবা নিশ্চিত করতে চায়। ইন্সুরেন্স কভারেজের সুবিধাভোগী পরিবারের কাছে তাদের কষ্টের সময়ে বীমা দাবির নগদ অর্থ তুলে দিতে পেরে আমরা সম্মানিত বোধ করছি। আমরা আশা করি, দেশের প্রত্যেক প্রান্তের গ্রাহকরা উদ্যোগী হয়ে নিজেকে ও নিজের পরিবারকে বাংলালিংক ও গার্ডিয়ান লাইফ ইন্সুরেন্স লিমিটেডের যৌথ উদ্যোগের ভিত্তিতে নিয়ে আসা ইন্সুরেন্স সেবাগুলোর যেকোনো একটির আওতায় নিয়ে আসবেন ও সুরক্ষিত থাকবেন।

গার্ডিয়ান লাইফ ইন্সুরেন্সের সিইও শেখ রাকিবুল করিম বাংলালিংকের সাথে এই কৌশলগত চুক্তির বিষয়ে সন্তুষ্টি প্রকাশ করে বলেন, আমাদের যৌথ উদ্যোগের মাধ্যমে বাংলালিংকের বিটুবি (বিজনেস টু বিজনেস) গ্রাহকরা তাদের মাসিক টেলিফোনি বান্ডেলের সাথে বিশেষায়িত ইন্সুরেন্স কভারেজ সুবিধা পাচ্ছেন। সফলভাবে ও দ্রুততার সাথে বীমা দাবি নিষ্পত্তি করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

চট্টগ্রামে বাংলালিংকের কর্মকর্তাদের উপস্থিতিতে চেকটি হস্তান্তর করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলালিংকের হেড অফ বিটুবি প্রোডাক্ট এন্ড মার্কেটিং রাফি ই মাহাবুব ও হেড অফ এসএমই মোহাম্মদ মাহামুদুল হাসান।

এছাড়াও, গার্ডিয়ান লাইফ ইন্সুরেন্স-এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট (হেড অফ ডিজিটাল এন্ড এডিসি) ফসিহউল মোস্তফা, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট (হেড অফ মার্কেটিং এন্ড কমিউনিকেশনস) শাফিন এম ইউনুস দাউদ, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট (রিটেইল ইন্সুরেন্স) বিজনেস জাফর আহমেদ ও বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলা সমিতির ভাইস প্রেসিডেন্ট আশরাফ আলী।



আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
বাংলাদেশের বাজারে ইউমিডিজি’র নতুন স্মার্টফোন ‘জি৯ ফাইভজি’
বাংলালিংকের নতুন সিইও ইওহান বুসে
এখনো সাবেক আইনমন্ত্রী আনিসুলের আইসিটি কোম্পানি সিএনএস এর কব্জায় বিআরটিএ
বিইউবিটি এবং বিডিওএসএন এর মধ্যে এমওইউ স্বাক্ষরিত
বাজারে নতুন স্মার্টফোন আইটেল পাওয়ার ৭০
বাজারে ভিভো’র নতুন স্মার্টফোন ভিভো ভি৫০ ফাইভ জি
রমজান ও ঈদের সেরা মুহূর্ত ক্যাপচার করে ভি৫০ ফাইভজি স্মার্টফোন জিতে নেয়ার সুযোগ
বাজারে হেলিও ব্র্যান্ডের নতুন স্মার্টফোন হেলিও ১০০
গেমারদের জন্য এলজি’র নতুন মনিটর
এমডব্লিউসি ২০২৫ এ ইনফিনিক্সের এআই ও ইকো-টেক উদ্ভাবন প্রদর্শন