বুধবার ● ১৫ মে ২০২৪
প্রথম পাতা » আইসিটি সংবাদ » ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে জেএমসি মিডিয়া বাজের পঞ্চম আসর
ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে জেএমসি মিডিয়া বাজের পঞ্চম আসর
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাংবাদিকতা, মিডিয়া ও যোগাযোগ বিভাগের উদ্যোগে ১৫ মে থেকে ড্যাফোডিল স্মার্ট সিটিতে শুরু হয়েছে দুই দিনব্যাপী মিডিয়া বাজ এর পঞ্চম আসর ‘জেএমসি মিডিয়া বাজ-স্প্রিং ২০২৪’। এবারের মিডিয়া বাজ এর মূল প্রতিপাদ্য হচ্ছে ‘কন্টেন্ট ক্রিয়েশন ফর সোশ্যাল মিডিয়া’। যেখানে মূল আকর্ষণ হিসেবে থাকছে দুটি কম্পিটিশন, ন্যাশনাল ফটোগ্রাফি কনটেস্ট এবং ন্যাশনাল ১০০ সেকেন্ড কন্টেন্ট ক্রিয়েশন কম্পিটিশন। ফটোগ্রাফি প্রতিযোগিতার জন্য বিষয় নির্ধারণ করা হয়েছে- গ্রীষ্মের বাংলাদেশ এবং ১০০ সেকেন্ড কন্টেন্ট ক্রিয়েশন প্রতিযোগিতার বিষয়বস্তু হলো- বাংলাদেশের শিশু শ্রম।
দুই দিনব্যাপী চলমান এই আয়োজনের প্রথম দিন ফটোগ্রাফি প্রতিযোগিতার ছবি প্রদর্শনের পাশাপাশি কন্টেন্ট ক্রিয়েটর সাদমান সাকিবের তত্ত্বাবধানে আয়োজিত হয় ‘স্যোশাল সাইকোলজি: ইনফ্লুয়েন্সিং ম্যাস মাইন্ডসেট’ শীর্ষক কর্মশালা। কর্মশালায় উপস্থিত ছিলেন ন্যাশনাল ফটোগ্রাফি কনটেস্টের দুজন বিচারক বিখ্যাত ফটোগ্রাফার হাদী উদ্দিন ও বিশিষ্ট গবেষক, শিক্ষাবিদ এবং ফটোগ্রাফার ডক্টর শরিফুল ইসলাম ইমশিয়াত। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডীন অধ্যাপক ড. লিজা শারমিন ও সাংবাদিকতা, মিডিয়া ও যোগাযোগ বিভাগের প্রধান আফতাব হোসেন সহ শিক্ষক ও শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।